কলকাতা: রাজ্য রাজনীতি উত্তাল আরজি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar News)। বিচারের আশায় দিন গুনছেন সকলে। প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে রাজ্যের সীমানা পেরিয়ে দেশে, বিদেশেও। এই আবহেই আজ রাখিপূর্ণিমা। ভাই-বোন একে অপরকে রাখি পরিয়ে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয় (Rakshabandhan 2024)। আর সেখানেই একাধিক শহরবাসীর প্রশ্ন, যেখানে মহিলা চিকিৎসককে নিজের কর্মক্ষেত্রে ধর্ষিতা হয়ে খুন হতে হয়, সেখানে রাখি উৎসব কীসের! সকলেই যেন একজোট, এবার বিচার পেলে তবেই হবে উদযাপন। সেই পথেই পা বাড়ালেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। বোনের সঙ্গে দুটি ছবি পোস্ট করে লিখলেন...


রাখি উদযাপন করছেন না বিক্রম, কী লিখলেন অভিনেতা?


আজ, সোমবার রাখি উৎসব। এদিন নিজের বোনের সঙ্গে একটি এখনকার, একটি ছোটবেলার ছবির পোস্ট করলেন 'পারিয়া' অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ক্যাপশনে তিনি লেখেন, 'না, আমরা এই বছর রাখি উদযাপন করছি না। আমরা উদযাপন করছি না কারণ এখনকার পরিস্থিতিতে কোনও কিছু উদযাপনের মতো মানসিক অবস্থায় নেই আমরা। আমরা পুরুষ হিসেবে ব্যর্থ, আমরা মানুষ হিসেবে ব্যর্থ, আমরা সমাজ হিসেবে ব্যর্থ। ধর্ষকদের ক্ষমা হয় না, আমরা সকলেই বিচার চাই।'


 






এর আগেও আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন বিক্রম। কখনও সোশ্যাল মিডিয়া পোস্ট বা কখনও হোয়াটস্যাপ স্টেটাস। বারবার নিজের আওয়াজ তুলেছেন। ১৪ অগাস্ট মধ্যরাতে মহিলাদের রাত দখলের ডাকের পোস্টার শেয়ার করে লিখেছিলেন, 'শুধু রাত বা শুধু দিন নয়, প্রতিটা অধিকারের দখল হোক।' এরপর ঝাড়গ্রামে গর্ভবতী হাতি খুনের ঘটনার নিন্দা করেও আওয়াজ তোলেন তিনি। 


আরও পড়ুন: Khushi Kapoor: ঠোঁটে-নাকে অস্ত্রোপচার করিয়েছেন, সোশ্যাল পোস্টে স্বীকার খুশি কপূরের, প্রশংসা নেটিজেনদের


কাজের ক্ষেত্রে, বিক্রমকে সম্প্রতি দেখা গিয়েছে প্রেক্ষাগৃহে, শিলাদিত্য মৌলিক পরিচালিত 'সূর্য' ছবিতে। তার আগে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত 'পারিয়া' ছবিতেও নজর কাড়েন তিনি। সম্প্রতি সেই ছবি মুক্তি পেয়েছে 'হইচই' ওটিটি প্ল্যাটফর্মে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।