নয়াদিল্লি: বলিউডে পা রেখেই 'স্টিরিওটাইপ' (Stereotype) ভাঙলেন শ্রীদেবী কন্যা খুশি কপূর (Khushi Kapoor)। এক্কেবারে টাটকা পদক্ষেপ, সর্বসমক্ষে অভিনেত্রী স্বীকার করে নিলেন যে তিনি মুখে প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) করিয়েছেন। তাঁর ছোটবেলার মুখের সঙ্গে যখন এই সময়ের মুখের 'অমিল' নিয়ে শোরগোল নেটদুনিয়ায়, তখনই সাহসী পদক্ষেপ খুশির।
মুখে প্লাস্টিক সার্জারি করানোর কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী খুশি কপূর
কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অভিনেত্রী খুশি কপূরের ছোটবেলার ছবি। যা দেখে নেটিজেনদের দাবি, তাঁর মুখের আমূল পরিবর্তন ঘটেছে। অনেকের এও দাবি ছিল মুখে ছুরি কাঁচি না চালালে, এমন পরিবর্তন সম্ভব নয়। মজার বিষয় হল একটি পোস্টে অভিনেত্রী নিজেই সেই কথা অকপটে স্বীকার করে নিলেন।
খুশি কপূরের একটি পুরনো ভিডিও পোস্ট করা হয় একটি পেজ থেকে। সেখানে দেখা যাচ্ছে শ্রীদেবীর সঙ্গে রয়েছেন, যখন খুশির বয়স বেশ কম। তার সঙ্গে কোলাজ করে তৈরি হয়েছে খুশির প্রথম ছবি 'দ্য আর্চিস'-এর প্রিমিয়ারের ঝলক। সেই ভিডিওৎ কমেন্টেই অকপট অভিনেত্রী।
এই পোস্টের কমেন্টে এক নেটিজেন কমেন্ট করেন, 'আমি সত্যি বলছি, খুশিকে যেমন দেখতে ছিল তার সঙ্গে এখনও ওঁর অনেক মিল রয়েছে। মানে কেবলমাত্র মনে হচ্ছে যে উনি শুধু ওজন ঝরিয়েছেন।' এর উত্তরে একজন মনে করিয়ে দেন যে তখন ওঁর বয়স মাত্র ১২ ছিল, এবং তাঁর দাঁতে ব্রেস ছিল। এই কমেন্ট থ্রেডেই উত্তর দেন খোদ খুশিই। তিনি লেখেন, 'লিপ ফিলার আর নোজ, হা হা হা'। অর্থাৎ নিজের মুখেই স্বীকার করেন তিনি যে তাঁর ঠোঁটে ফিলার করানো এবং নাকেও অস্ত্রোপচার করিয়েছেন।
খুশি কপূরের কমেন্টের স্ক্রিনশট
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অবশ্য অভিনেত্রীর এমন সরল স্বীকারোক্তিতে বেশ খুশিই হয়েছেন। একজন লেখেন, 'এটা সত্যি, আমি ক্রসচেক করলাম। ভাল লাগল দেখে যে তিনি নিজে স্বীকার করছেন। ওঁর টাকা, নিজের জন্য করিয়েছেন এবং সেটাকে প্রাকৃতিক বলে দাবিও করছেন না তো আশা করছি 'প্লাস্টিক' ঘৃণা বন্ধ হবে এবার।' কেউ কেউ আবার খুশির সঙ্গে তাঁর দিদি, অভিনেত্রী জাহ্নবী কপূরের তুলনাও টানলেন।
আরও পড়ুন: Arshad-Prabhas: প্রভাসকে 'জোকার' কটাক্ষ! সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার অভিনেতা আরশাদ ওয়ারসি
শ্রীদেবী ও বনি কপূরের কন্যা, জাহ্নবী কপূরের বোন, পরিবারের ধারা বজায় রেখে পা দিয়েছেন অভিনয় জগতে। জোয়া আখতারের 'দ্য আর্চিস' ছবির হাত ধরে ডেবিউ সারেন তিনি। যদিও ওই ছবি মুক্তি পায় ওয়েব প্ল্যাটফর্মে। বড়পর্দায় ডেবিউ এখনও হয়নি খুশির।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।