কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার 'প্রত্যাখ্যান' (RG Kar News)। দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাতে চান নাট্যকার চন্দন সেন (Chandan Sen)। লক্ষ প্রতিবাদীর একজন হয়েই বাঁচতে চাই, সরকারকে বার্তা নাট্যকারের। পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংস্কৃতি অধিকর্তাকে ইমেল নাট্যকারের। ২০১৭-তে নাট্যকার চন্দন সেনকে দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিল রাজ্য সরকার (State Government)। 


আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরাতে চান নাট্যকার চন্দন সেন


আরজি কর কাণ্ড মানুষের মনে ক্ষোভ প্রতিবাদ ঘৃণা বাড়িয়ে দিয়েছে। তারই ফলস্রুতি চন্দন সেনের সিদ্ধান্ত। ২০১৭ সালে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর তাঁকে দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিলেন। সেই পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন নাট্যকার। শুধু সিদ্ধান্তই নেননি, সংস্কৃতি অধিকর্তাকে ই-মেল করেছেন চন্দন সেন। 'দুই হুজুরের গপ্পো', 'জ্ঞানবৃক্ষের ফল', 'দায়বদ্ধ' এই সমস্ত নাটক যাঁর হাত থেকে বেরিয়েছে, সেই চন্দন সেন জানিয়েছেন যে তিনিও লক্ষ প্রতিবাদীর অন্যতম হয়েই থাকতে চান। দিন কয়েক আগে তৃণমূল বিধায়ক ও অপর নাট্যকর্মী কাঞ্চন মল্লিকের 'অনুদান' মন্তব্যের প্রতিবাদেও এই সিদ্ধান্ত নিয়েছেন চন্দন সেন। এই পুরস্কার ফলক ও অর্থমূল্য ২৫ হাজার টাকা, আজই সরকারের কাছে ফেরাতে চান চন্দন সেন, এই মর্মে তিনি যোগাযোগও শুরু করে দিয়েছেন বলেই খবর।


 



শুধু চন্দন সেনই নন, আরজি কর কাণ্ডের জেরে প্রতিবাদ হিসেবে পুরস্কার ফেরত দিচ্ছেন আরও এক নাট্য পরিচালক। পুরস্কার ও পুরস্কার হিসেবে পাওয়া ৩০ হাজার টাকাও ফেরাচ্ছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। 'এই পুরস্কারের বিনিময়ে প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল সরকার, আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি', জানালেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। সেরা নির্দেশক হিসেবে চলতি বছর পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন: Kanchan Mullick: 'লজ্জিত-দুঃখিত' কাঞ্চন সোশ্যাল পোস্টে 'ক্ষমাপ্রার্থী'! বিচার চাইলেন 'সাধারণ মানুষ' হিসেবে


অন্যদিকে, আরজি কর কাণ্ডে এবার প্রতিবাদে কার্টুনিস্টরা। রাজ্য সরকার আয়োজিত চারুকলা মেলায় এবারে অংশ নিচ্ছে না কার্টুন দল। কার্টুনিস্টরা এই নামে গোষ্ঠী তৈরি করেছিল ২০১৪ সালে। সেই বছর থেকেই টানা চারুকলা মেলায় অংশ নেয় কার্টুন দল। এই বছর নভেম্বর মাসে হওয়ার কথা চারুকলা মেলা। শুরু হয়েছে আবেদনপত্র জমা নেওয়ার কাজ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আবেদনপত্র জমা দিচ্ছে না কার্টুন দল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।