কলকাতা: 'পুজোর অনুদান তো ফেরাচ্ছেন, বেতন, বোনাস নেবেন তো?' কোন্নগরে তৃণমূলের (TMC) আয়োজিত ধর্নামঞ্চ থেকে এই মন্তব্যই ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের তারকা বিধায়ক (MLA) কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে কর্মবিরতিতে আন্দোলনরত চিকিৎসকেরা। তাঁদের পাশে গোটা রাজ্য। প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে নানা ক্ষেত্রের বিশিষ্টরা। সেই আবহে কাঞ্চনের এমন মন্তব্য তীব্র সমালোচনার সৃষ্টি করে। এরপর সোমবারই রাতের দিকে একটি ভিডিওয় ক্ষমা চেয়ে পোস্ট করেন অভিনেতা-বিধায়ক।
'ক্ষমাপ্রার্থী' কাঞ্চন মল্লিক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভিডিও
সোমবার রাতের দিকে একটি ভিডিও পোস্ট করেন কাঞ্চন মল্লিক। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'গতকাল (রবিবার) একটি ধর্নামঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটা করছি। প্রথমেই আপনাদের জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত ও দুঃখিত এবং আমি কোনও সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিওটা করছি না। বিশ্বাস করুন, অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলছি যে এই ১৮টা দিন, সত্যি বলতে আমারও বাড়িতে মা ছিলেন, আমার স্ত্রী আছেন, সন্তান আছে, এবং আমার বাড়িতে একজন অসুস্থ বৃদ্ধ আছেন যাঁকে মেডিক্যাল সাপোর্ট দিতে হয়। আমি জানি যে আমার কাছে ডাক্তারের প্রয়োজন কতটা। এই কদিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আমার কাছে এসেছেন চিকিৎসার, হাসপাতালে ভর্তির সুপারিশের জন্য। আমি রেকমেন্ড করি। সত্যি বলছি আমার ফোন সারারাত খোলা থাকে। অনেকেই জরুরি ভিত্তিতে আসেন।'
সেই প্রসঙ্গেই কাঞ্চন জানান, এই ধর্মঘটের মাঝে তাঁর ভ্রাতৃস্থানীয় এক বন্ধুর মায়ের সেরিব্রাল হ্যামারেজ হয়ে প্রবল রক্তক্ষরণ হয়। তখন প্রাণপন চেষ্টা করেও কোনও হাসপাতালে ভর্তি করানোর যায়নি IMA ধর্মঘটের জন্য। তাঁর বন্ধুর মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 'ডাক্তার আমার কাছে সত্যিই ভগবান স্বরূপ। অন্তর থেকে বলছি আমি জুনিয়র সিনিয়র, ডাক্তারদের কোনও ভেদাভেদ করতে চাইনি। আন্দোলনকারী চিকিৎসকেদের এই আন্দোলন ২০০০ শতাংশ যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত। তাঁদের আন্দোলনকে আমি কোনওভাবে ছোট করতে চাই না, আমার স্বপ্নেও আসে না এই কল্পনা। আমি জনপ্রতিনিধি হিসেবে বা শিল্পী হিসেবে না একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি একজন সন্তানের পিতা হিসেবে বলছি, আমার বাড়ির বোন-স্ত্রী-কন্যা সবটা নিয়েই বলছি, সত্যিই আমরা সকলেই বিচার চাই। আমি চাই দোষীদের কঠোরতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক', বলে চলেন কাঞ্চন।
দীর্ঘ সাড়ে ৬ মিনিটের ভিডিওয় অভিনেতা বলেন, 'আমার এই মন্তব্যের পর আমার কর্মজগতের অনেক বন্ধু, অনেক সাংবাদিক বন্ধু, অনেক ডাক্তার বন্ধু আমাকে ফোন করেছেন। ফোন করাটাই সঙ্গত। তাঁরা বলেছেন, আমি মাথা পেতে স্বীকার করেছি যে হ্যাঁ আমার ভুল হয়েছে। আমার কাজের কোনও যুক্তি নেই। তবে একটা কথা বলছি, আমি লজ্জিত। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। এই আন্দোলন ও আন্দোলনকারীদের প্রতি আমার সহস্র, কোটিবার সমর্থন রয়েছে। আমি আবারও বলছি, ক্ষমার থেকে বড় জিনিস হয় না, আমি সেই ক্ষমাটুকু আপনাদের থেকে ভিক্ষা চাইব। আমি আবার চাইব, যে চলে গেছে, সেই সন্তান-হারা পিতা-মাতা যেন সুবিচার পান। তাঁরা যেন দেখতে পান যে দোষীরা কঠোরতম শাস্তি পেয়েছে। আমি আবারও ক্ষমা চাইছি, আন্দোলন ও আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। We Wantr Justice।'
কাঞ্চনের রবিবারের করা মন্তব্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন তাঁর অভিনয় জগতের সহকর্মীরাও। নাম করেই তীব্র সমালোচনা করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, একসঙ্গে করা নাটক বাতিল করেন নীল মুখোপাধ্যায়। নাম না করে কটাক্ষ করে ঋত্বিক চক্রবর্তী। প্রতিবাদ জানান অভিনেত্রী তনিমা সেন-সহ অনেকেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।