Rhea Chakraborty: বিদেশ যাওয়ার অনুমতি পেলেন রিয়া, তবে মানতে হবে এই শর্তগুলো

IIFA: আইফা অ্যাওয়ার্ডসে অংশগ্রহণ করার জন্য আবু ধাবিতে যাওয়ার অনুমতি পেলেন রিয়া। কিন্তু তাঁকে মানতে হবে বেশ কিছু শর্ত।

Continues below advertisement

মুম্বই: ২০২০ সালের জুন মাসে নিজের অ্যাপার্টমেন্টে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়। পরবর্তীকালে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে, আত্মহত্যাই করেছেন অভিনেতা। যদিও তাঁর মৃত্যুরহস্য এখনও তদন্তাধীন। অভিনেতার মৃত্যুতে অভিযোগের আঙুল ওঠে রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) দিকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকাণ্ডকে কেন্দ্র করে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিনেতাকে মাদক সরবরাহের অভিযোগ তোলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পরবর্তীকালে জামিনে তিনি ছাড়া পেলেও একাধিক শর্ত আরোপ হয় তাঁর বিরুদ্ধে। এর মধ্যে একটি যে, তিনি আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। তবে, আইফা অ্যাওয়ার্ডসে (IIFA Awards) অংশগ্রহণ করার জন্য আবু ধাবিতে যাওয়ার অনুমতি পেলেন রিয়া। কিন্তু তাঁকে মানতে হবে বেশ কিছু শর্ত।

Continues below advertisement

রিয়া চক্রবর্তীর বিদেশ যাত্রায় আরোপ একাধিক শর্ত-

আবু ধাবিতে আয়োজিত হয়েছে আইফা অ্যাওয়ার্ডস। সেখানেই উপস্থিত থাকার কথা বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। সেখানে উপস্থিত থাকার জন্যই আদালতের কাছে আবেদন জানান অভিনেত্রী। আদালত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতিও দিয়েছে। কিন্তু তার সঙ্গে আরোপ হয়েছে বেশ কিছু শর্তও। 

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, চারদিনের অ্যাওয়ার্ডস সেরিমনিতে উপস্থিত থাকতে পারবেন রিয়া চক্রবর্তী। কিন্তু মুম্বই ফিরে এসেই ফের তাঁকে হাজিরা দিতে হবে আদালতে। এছাড়াও সিকিউরিটি মানি হিসেবে এক লক্ষ টাকা জমা দিতে হবে তাঁকে।

আরও পড়ুন - K K Death: 'প্রেম, বন্ধুত্ব, বিরহ সবকিছু নিজের গলায় ঠিকানা দিয়েছিলে', কে কে-র প্রয়াণে মন খারাপ রাহুলের

প্রসঙ্গত, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার হন রিয়া চক্রবর্তী। প্রায় এক মাস জেলে থাকার পর তিনি জামিন পান। যদিও জামিনের শর্ত অনুযায়ী তাঁকে জমা রাখতে হয় নিজের পাসপোর্ট। আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়ার অনুমতিও পাননি তিনি। সম্প্রতি রিয়া চক্রবর্তীর আইনজীবী নিখিল মানশিন্ডে মুম্বই সেশন কোর্টে অভিনেত্রীর আবু ধাবি যাওয়ার জন্য আবেদন জানান।

Continues below advertisement
Sponsored Links by Taboola