মুম্বই: বলিউডে হাওয়ায় কান পাতলেই শোনা যায় সুশান্ত সিংহ রাজপুত ও রিয়া চক্রবর্তীর সম্পর্কের গুঞ্জন! হামেশাই একসঙ্গে দেখা যায় তাঁদের। একাধিকবার দেশে বিদেশে দুজনের একসঙ্গে ছুটি কাটানোর ছবিও প্রকাশ্যে এসেছে। সুশান্তের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্য বিশেষ পোস্টও করেন রিয়া।


কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাত্কারে রিয়া বললেন, 'আমি বা সুশান্ত কেউই আমাদের সম্পর্ক নিয়ে কিছু ঘোষণা করিনি। তাই এমনটা ভাবার কোনও কারণ নেই যে আমরা প্রেম করছি। আমি চিরকালই আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ খোলামেলা। সুশান্ত আমার খুব ভালো বন্ধু। সুশান্ত আমার পরিচিতদের মধ্যে সবচেয়ে ভালো একটা মানুষ। ও ভীষণ মিষ্টি আর আকর্ষণীয়। কিন্তু সুশান্তর মনে আমায় নিয়ে কী অনুভূতি আছে, সেটা আমি জানি না।'


এর আগে এই একই প্রশ্নের এক বিচিত্র উত্তর দিয়েছিলেন সুশান্ত। রিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁকে মোটা অঙ্কের টাকা দেওয়া হলে ও সেই ম্যাগাজিনের কভার শ্যুট-এর সুযোগ করে দেওয়া হলে তিনি নিজের লাভ লাইফ নিয়ে সত্যি কথা বলতে পারেন।



এর উত্তরে রিয়া জানান, 'একটি ছেলে যদি লাভ লাইফ সংবাদমাধ্যমের সামনে আনার জন্য একটি ম্যাগাজিনের কভার শ্যুট করার সুযোগ পায়, তবে একটি মেয়ের ক্ষেত্রে অন্তত ২টি কভার শ্যুটের অফার ও আরও অনেকরকম সুবিধাই পাওয়া উচিত।'


এর আগে অঙ্কিতা লোখন্ডেওয়ালার সঙ্গে সম্পর্কে ছিলেন সুশান্ত। কৃতি শ্যানন ও সারা আলি খানের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও সামনে এসেছে একাধিকবার।