মুম্বই: গত মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলিগি জামাতের ধর্মীয় সমাবেশে মহারাষ্ট্র থেকে যোগদানকারী ৫৮ জনের মধ্যে ৪০ জনের হদিশ মিলেছে। তাদের খুঁজে বের করে কোয়ারন্টিন করা হয়েছে বলে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। বাকি ১৮ জনের খোঁজ চলছে।
গত সপ্তাহ পর্যন্ত ৫৮ জনের একজনেরও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কয়েকজন ফোন সুইচ অফ করে রাখায় তাদের খুঁজে বের করা কঠিন হয়ে ওঠে বলে জানান তিনি।
দেশমুখ বলেন, যদিও পুলিশ নানা সূত্র থেকে আসা প্রতিটি খবর নিষ্ঠা ভরে অনুসরণ করে ৪০ জনের সন্ধান পায়। ওদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পরামর্শক্রমে ওদের শরীরে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কিনা, জানতে লালারস পরীক্ষা করা হবে। দেশমুখ আরও জানান, ৪০ জনই ভারতীয় নাগরিক। ওদের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে। ওদের দেহে ভাইরাস সংক্রমণের লক্ষণ না থাকলে বা টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে বৈধ প্রক্রিয়া সম্পূর্ণ করে ছেড়ে দেওয়া হবে। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই নিজামুদ্দিনের সমাবেশে থাকা ১৫৬ জন বিদেশি নাগরিকের সন্ধান পেয়েছে এবং ভিসার অপব্যবহার সহ নানা অপরাধে তাদের অভিযুক্ত করা হয়েছে বলেও জানান দেশমুখ।
প্রসঙ্গত, মার্চের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত ওই ধর্মীয় জমায়েত থেকে দেশে ব্যাপক সংখ্যায় কোভিড ১৯ সংক্রমণ হয়েছে বলে অভিযোগ।


এদিকে উদ্ধব ঠাকরের সরকার মহারাষ্ট্রে আজ সরকারি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য়ে লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রেই., ২ হাজারের ওপর। মঙ্গলবার মাঝরাত থেকেই রাজ্যের রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারী আইনের ২ নম্বর অনুচ্ছেদ ও বিপর্যয় মোকাবিলা আইনের সংশ্লিষ্ট ধারায় ২৫ মার্চ প্রথম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তা বহাল থাকার কথা ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু এই সময়কালে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা কমেনি। তাই লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে।
গতকাল থেকে রাজ্যে আরও ৮২ জনের সংক্রমণের খবর মিলেছে।
...