নয়াদিল্লি: ২০২০ সালের ১৪ জুন। সকালের দিকে হঠাৎই খবর মেলে আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput Death)। এরপর দীর্ঘ টানাপোড়েন। ওঠে একাধিক অভিযোগ, বারবার নাম উঠে আসে অভিনেতার তৎকালীন প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty)। জেলও খাটতে হয় তাঁকে। সম্প্রতি সেই বিষয়ে মুখ খুললেন রিয়া। 


প্রেমিকের মৃত্যু, চরিত্র নিয়ে কাটাছেঁড়া, সুশান্তের মৃত্যুর পরের সময় নিয়ে মুখ খুললেন রিয়া


সম্প্রতি 'হিউম্যানস অফ বম্বে'কে (Humans of Bombay) দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া জানান তিনি কীভাবে রাতারাতি সাধারণ মানুষের শত্রু হয়ে ওঠেন। লাগাতার সংবাদ মাধ্যমের 'রক্তচক্ষু'র অধীনে, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকারে কাটে জীবন। ঘনিষ্ঠ এক মানুষকে হারানোর যন্ত্রণা, সেই সঙ্গে নাগাড়ে সমালোচনার শিকার, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনান রিয়া। 


স্মৃতির পাতা উল্টে রিয়া বলেন, 'ঝুঁকব না, কাঁদব না, ভাঙব না। নিজের শরীরে একটা গুলি নিতে হবে। আমার মনে আছে আয়নায় তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করতাম, 'তুমি ভয় পেয়ে গেছ, তাই না?' পুরো মনে হত যে আয়না পাল্টা হ্যাঁ বলছে। প্রত্যেকদিন তদন্ত হত, আমার বিল্ডিংয়ের নিচে একটানা মিডিয়া থেকে জনগণের ভিড় থাকত, এবং তদন্ত পর্যন্ত পৌঁছতেও প্রবল শক্তি জোগাড় করতে হত কারণ আমার ভয় করত যে মাঝরাস্তাতেই আমার সঙ্গে কিছু হয়ে যেতে পারে।'


সেই গাঢ় কঠিন সময় থেকে নিজেকে সরিয়ে আনতে, বেরিয়ে আসতে প্রবল শক্তি সঞ্চয় করতে হয় রিয়াকে। সত্য এবং কেবল সত্যই তাঁকে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে, এবং রিয়ার মতে প্রায় বছর ৪ পরেও এখনও সত্যিই তাঁর সঙ্গ দিচ্ছে মাথা উঁচু করে বেঁচে থাকতে। তিনি বলেন, 'আমি যখন জেল থেকে বেরিয়ে আসি, আমি জানতাম, আমি সেই আগের মানুষটা কখনও হতে পারব না। জেল আক্ষরিক অর্থেই একটা সম্পূর্ণ আলাদা পৃথিবী কারণে সেখানে কোনও সমাজ নেই। ওখানে কেবল বেঁচে থাকার লড়াই। প্রত্যেকটা দিন কেবল বেঁচে থাকার সংগ্রাম। এবং এক একটা দিন এক একটা বছরের সমান মনে হত।' 


 






আরও পড়ুন: Albert Kabo: 'সারেগামাপা'-র মঞ্চে ফিরলেন অ্যালবার্ট কাবো, শান্তনু বললেন, 'চিনতেই পারিনি তোকে'


রিয়া বলে চলেন, জেলে প্রত্যেকে এক একটা নম্বর। সেখানে বেঁচে থাকা, টিকে থাকাই সকলের একমাত্র লক্ষ্য। নিজের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে রিয়া জানান যে তাঁর আশেপাশের সকলেই সত্যিকারের বন্ধু নয়, এবং সেই সময় কীভাবে তাঁর পরিবার সম্পূর্ণ ভেঙে পড়ে। সব শেষে তিনি বলেন, 'আমি প্রত্যেককে ক্ষমা করিনি। কিছু মানুষ আমার হিটলিস্টে রয়েছেন।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।