কলকাতা: কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র মিনিট আটের রাস্তা। ডান দিকেই ঝাঁ চকচকে আবাসন। সেখানেই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ফ্ল্যাট। জানতেন?
বেশ কিছু বছর আগে, রিয়া চক্রবর্তীর ঠাকুর্দা শিশির চক্রবর্তী গড়িয়ায় একটি ফ্ল্যাট কেনেন ভিক্টোরিয়া গ্রিনস আবাসনের A6 টাওয়ারে। সেখানে তিনি থাকতেনও। ফ্ল্যাটটি কেনা হয় তাঁর দুই ছেলের নামে। তাঁর মধ্যে একজন অবশ্যই রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। তবে তিনি কোনওদিনই সেই আবাসনে এসে থাকেননি বলেই সূত্রের খবর।
কলকাতায় না থাকলেও, এই ফ্ল্যাটের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তীকে। ২০১৮ তে তিনি একবার গড়িয়ায় এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ও রক্ষণাবেক্ষণের খরচ মিটিয়ে দেন। তারপর ব্রোকার মারফত সেই ফ্ল্যাট ভাড়া দিয়ে দেওয়া হয়। এখন সেখানে ভাড়াটেরাই থাকেন। রিয়া কোনওদিনই কলকাতায় এই ফ্ল্যাটে এসে থাকেননি বলেই জানা গেছে।