নয়াদিল্লি: অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় চালু করার নির্দেশ দিল নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (NDPS) অ্যাক্টের বিশেষ আদালত। গত বছর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) রিয়া চক্রবর্তীর সমস্ত ব্যাঙ্ক অ্যাকউন্ট ফ্রিজ করে দেয়। ২০২০-এর জুন মাসে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়ার নাম জড়ানোর পর NCB রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে।


 






তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় চালু করার আবেদনে রিয়া চক্রবর্তী জানান যে তিনি 'পেশাগত দিক থেকে একজন অভিনেত্রী / মডেল' এবং '১৬/০৯/২০২০ তারিখের নোটিস অনুযায়ী NCB ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সমস্ত এফডি কোনও কারণ ছাড়াই অচল করে দেয় এবং এর ফলে তাঁর প্রতি অবিচার হচ্ছে'। তাঁর আপিলে এও বলা হয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না চালু করা হলে তাঁর কর্মচারীদের তিনি বেতন দিতে পারছেন না। এছাড়া জিএসটি সহ একাধিক কর মেটাতেও সমস্যা হচ্ছে। অভিনেত্রীর কথায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ দিয়েই তিনি জীবন যাপন করেন। এমনকী রিয়ার দাবি ভাইও তাঁর ওপরেই নির্ভরশীল। প্রায় দশ মাস ধরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অচল রয়েছে, এবার তা খুলে দেওয়ার আবেদন জানান অভিনেত্রী।


এক প্রতিবেদন অনুযায়ী, শুরুতে তাঁর এই আবেদনের বিরোধিতা করেছিল এনসিবি। এরপরে তদন্তকারী অফিসার আদালতে একটি উত্তর পেশ করেন, যাতে তিনি বিচারককেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। রিয়া চক্রবর্তীর বাজেয়াপ্ত হওয়া গ্যাজেটও ফেরত দিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।