Rhea Chakraborty : 'কলিযুগে বাস করছি, প্রশ্নের মুখে মানবিকতা!', কেন বলছেন রিয়া?

খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'চেহরা'। যেখানে তাঁকে অমিতাভ বচ্চন এবং এমরান হাশমির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। 

Continues below advertisement

মুম্বই: রিয়া চক্রবর্তী। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁকে ঘিরে কম বিতর্ক তৈরি হয়নি। প্রয়াত অভিনেতাকে মাদক সরবরাহ করার অভিযোগে গ্রেফতার এবং এক মাস জেলেও থাকতে হয়েছিল অভিনেত্রীকে। তাই গত বছরটা তাঁর কেটেছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও। সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে ফের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রিয়া চক্রবর্তী। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'চেহরে'। যেখানে তাঁকে অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। 

Continues below advertisement

কিছুদিন আগেই 'চেহরে' ছবির পরিচালক রুমি জাফরি প্রকাশ্যে রিয়া চক্রবর্তী সম্পর্কে মুখ খুলেছিলেন। অভিনেত্রীর প্রশংসা করে জানিয়েছিলেন যে, গতবছর রিয়া চক্রবর্তী সম্পর্কে 'ডাইনি'-র মতো শব্দ ব্যবহার করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। 'চেহরে' ছবিতে রিয়াকে দেখলে সমস্ত সমালোচকদের ধারণা সম্পূর্ণ বদলে যাবে। তাছাড়া পরিচালক আরও বলেছিলেন যে, রিয়া খুবই ভালো মনের মানুষ এবং ভালো পরিবারেরও মেয়ে। এবং রিয়ার ব্যক্তিগত জীবনের বিতর্ক একেবারেই ছবিতে প্রভাব ফেলবে না। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রিয়া চক্রবর্তী লিখেছেন কীভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও বেঁচে থাকা যায়, তার কথা।

রিয়া চক্রবর্তী লিখেছেন, 'আমরা কলিযুগে বাস করছি। যেখানে মানবিকতা এবং মানুষের দাম দুটোই এখন চ্যালেঞ্জের মুখে। এমন পরিস্থিতিতে আমাদের এক হয়ে থাকা প্রয়োজন। বেঁচে থাকতে গেলে ভালোবাসার খুবই প্রয়োজন। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, ভালোবাসা খুঁজে নিন আর যাঁরা হৃদয়ের কাছের মানুষ, তাঁদের সঙ্গে মন খুলে কথা বলুন। এটাই একমাত্র রাস্তা কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার। তাই পরিবারের মানুষদের হাত শক্ত করে ধরে থাকুন আর ভালোবাসুন।'

প্রসঙ্গত, রুমি জাফরি পরিচালিত, অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, রিয়া চক্রবর্তী অভিনীত 'চেহরে' মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনা পরিস্থিতিতে এবং লকডাউনের কারণে সিনেমাহল বন্ধ থাকায় ছবির মুক্তি পিছিয়ে যায়। যদিও সেসময় শোনা গিয়েছিল সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু এবং রিয়া চক্রবর্তীর গ্রেফতারির কারণে ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও পরিচালক রুমি জাফরি স্পষ্ট জানিয়েছেন যে, রিয়া চক্রবর্তীর কারণে ছবি মুক্তি পিছিয়ে যায়নি। 

Continues below advertisement
Sponsored Links by Taboola