ভিডিওতে রিয়া বলেছেন, ‘আমার ঈশ্বর ও বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমার বিশ্বাস, ন্যায়বিচার পাব। আমাকে নিয়ে অনেক কিছু রটনা হচ্ছে। কিন্তু আইনজীবীদের পরামর্শ অনুসারে, আমি এ বিষয়ে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকছি। সত্যমেব জয়তে। সত্য সামনে আসবে’।
উল্লেখ্য, সুশান্তর বাবা এফআইআরে রিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছেন । এরইমধ্যে রিয়া সুপ্রিম কোর্টে আর্জি দায়ের করেছেন। আর্জিতে তিনি বলেছেন, সুশান্তর সঙ্গে এক বছর ধরে সম্পর্ক ছিল। তাঁরা একসঙ্গে থাকতেনও।
রিয়া আরও জানিয়েছেন, গত ১৪ জুন সুশান্তর আত্মহত্যার আগে ৮ জুন পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। পরে তিনি অস্থায়ীভাবে তাঁর সান্তাক্রুজে বাড়িতে চলে যান। তিনি সুশান্তর বাবার সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন।