মুম্বই: আবাসনের মধ্যেই ‘আক্রান্ত’ সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং রক্ষী রাম। রিয়ার অভিযোগ, আবাসনের মধ্যেই তাঁর বাবা এবং বিল্ডিংয়ের রক্ষীকে হেনস্থা করা হয়েছে। অভিযোগের তির সংবাদমাধ্যমের দিকে। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই সেই ট্যুইট ডিলিট করে দেন রিয়া।



সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় রিয়ার ফ্ল্যাটে ‘প্রোডাক্ট ডেলিভারি’ করতে এসে জাতীয় সংবাদ মাধ্যমের কয়েকজন প্রতিনিধির প্রশ্নের সম্মুখীন হন ওই ডেলিভারি বয়। তাঁকে বারংবার প্রশ্ন করা হয়, তিনি ১০১ নম্বর ফ্ল্যাটে যাচ্ছিলেন কিনা? ফোনে কার সঙ্গে তিনি কথা বলছিলেন? যদিও কোনও সদুত্তর পাওয়া যায়নি। এরই মধ্যে বৃহস্পতিবার রিয়া অভিযোগ করলেন ফ্ল্যাটের ‘ওয়াচম্যান’ রাম সহ তাঁর বাবাকে হেনস্থা করা হয়েছে। তাঁর প্রশ্ন এই আচরণ কি অপরাধ যোগ্য নয়? আদৌ কি আইন বলে কিছু আছে? আমরা কি বর্বর?


প্রসঙ্গত, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তে সিবিআই ও ইডি-র জেরার সম্মুখীন হয়েছেন রিয়া। শুধু তিনিই নন, তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকেও জেরা করা হয়েছে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে আবারও রিয়াকে ডাকা হতে পারে বলে খবর। রিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা না করলে তাঁকে গ্রেফতারও করা হতে পারে।


গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে রিয়া ভিডিও বার্তায় জানিয়েছেন, দেশের আইন ব্যবস্থার প্রতি তাঁর আস্থা আছে, একদিন সত্য প্রকাশিত হবে। এদিকে সুশান্তর বাবা কেকে সিংহর বিস্ফোরক দাবি, রিয়াই তাঁর ছেলের হত্যাকারী। রিয়া চক্রবর্তী সুশান্ত সিংহ রাজপুতকে দীর্ঘ সময় ধরে বিষ খাইয়েছেন বলেও অভিযোগ করেছেন কেকে সিংহ।