Sushant Singh Rajput: সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁর কোনও যোগ নেই! জানার পরেই সপরিবারে মন্দিরে ছুটলেন রিয়া

Rhea Chakraborty: একটা সময়ে কম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাননি রিয়া। তাঁকে দিনের পর দিন কাটাতে হয়েছে জেলে

Continues below advertisement

কলকাতা: প্রেমিকের মৃত্যুর পরে জুটেছিল 'ডাইনি' অপবাদ। শুধু কি তাই? সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) -এর মৃত্যুর পিছনে যে হাত রয়েছে তাঁরই, এমনটাই ভেবে নিয়েছিল গোটা দেশ। প্রত্যেকেই দোষ দিয়েছিলেন তাঁর ঘাড়ে। মাদক মামলায় তাঁকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও তাঁর ভাই সৌভিক, দুজনকেই সংশোধনাগারে যেতে হয়েছিল। আর, সুশান্ত সিংহ রাজপুত মামলায় সদ্যই ক্লোজার জমা দিয়েছে সিবিআই। অর্থাৎ, সুশান্তের কেস বন্ধ করা হয়েছে। নির্দোষ প্রমাণিত হয়েছেন রিয়া চক্রবর্তী। সিবিআই জানিয়েছে, সুশান্তের মৃত্যুর ওপর রিয়ার কোনও হাত ছিল না। দায় ছিল না ভাই সৌভিকেরও। রিয়া সম্পূর্ণ নির্দোষ। আর এই ক্লোজার প্রকাশ্যে আসার পরেই, সপরিবারে সিদ্ধা বিনায়ক মন্দিরে গেলেন রিয়া চক্রবর্তী। দিলেন পুজো-ও। 

Continues below advertisement

একটা সময়ে কম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাননি রিয়া। তাঁকে দিনের পর দিন কাটাতে হয়েছে জেলে। মুম্বইয়ের মতো জায়গায় তিনি বাড়ি ভাড়া পাননি। রাস্তায় বেরতে হত মুখ ঢেকে। সিনেমায় কাজ পর্যন্ত পেতেন না। শেষ হয়ে যেতে বসেছিল কেরিয়ার ও। সেই জায়গা থেকেই এখন ঘুরে দাঁড়িয়েছেন রিয়া। ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। বর্তমানে রিয়া নিজের একটি পডকাস্ট শো চালু করেছেন। রোডিজ়-এর অংশ তিনি। সেখানেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন রিয়া।

সুশান্তের প্রেমিকা নির্দোষ প্রমাণিত হওয়ার পরে তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রী। দিয়া মির্জা তাঁর হয়ে সওয়াল করে বলেছেন, 'আপনাদের ডাইনি খোঁজা বন্ধ হয়েছে কি না! আপনারা টিআরপির জন্য যে ভাবে একটা পরিবারকে বিব্রত করে তুলেছিলেন তার জন্য আপনাদের সকলের রিয়া ও তাঁর পরিবারের কাছে লিখিত ক্ষমা চাওয়া উচিত। অন্তত এটুকু তো করতেই পারবেন।' আলিয়া ভট্টের মা, সোনি রাজদান সমাজ মাধ্য়মে লিখেছেন, 'এগুলো আগে ভাবা উচিত ছিল। একটি নিরীহ মেয়েকে সবাই কারাবাসে পাঠিয়েছিল, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। নতুন যুগের ‘ডাইনি নিধন’ ছাড়া এ আর কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘটনার দায় এখন কে নেবে? কে এই মূল্য চোকাবে?'

অন্যদিকে রিয়া পাল্টা অভিযোগ করেছিলেন সুশান্তের দিদি নাকি তাঁকে ভুল ওষুধ খাওয়াত। সেই অভিযোগ ও উড়িয়ে দিয়েছে সিবিআই। তাঁরা জানিয়েছে, সুশান্ত আত্মহত্যাই করেছিলেন। তাঁকে কেউ প্ররোচনা দেয়নি।

Continues below advertisement
Sponsored Links by Taboola