নয়াদিল্লি: তাঁদের সম্পর্কের ব্যাপারে সকলেরই জানা। প্রথম থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলাই কথা বলে এসেছেন রিচা চড্ডা (Richa Chadha) ও আলি ফজল (Ali Fazal)। এবার সেই প্রেমের সম্পর্কে পড়তে চলেছে বিয়ের সিলমোহর? কী জানালেন অভিনেত্রী?
রিচা চড্ডার বিয়ে?
সম্প্রতি রিচা চড্ডা নিশ্চিত করেছেন যে এই বছরেই আলি ফজলের সঙ্গে বিয়ে সারছেন তিনি। সঙ্গে জানান 'এটা যা হোক করে ম্যানেজ হয়ে যাবে'। বিয়ে পিছিয়ে যাওয়া নিয়ে কথা বলার কয়েক সপ্তাহ পরেই আসে এই খবর। ২০২০ সালের করোনা অতিমারীর (covid pandemic) জন্য বিয়ে পিছিয়ে যায় রিচা ও আলির। অভিনেত্রী জানান এই বছর, অর্থাৎ ২০২২ সালেই সারতে পারেন বিয়ে।
২০২০ সালের এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল রিচা চড্ডা ও আলি ফজলের। কিন্তু করোনা বিধিনিষেধের জন্য তা পিছিয়ে যায়। এমনকী গত বছরও আলি ফজল এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ২০২২ সালের মার্চ মাসে বিয়ে করার কথা ভাবছেন তাঁরা। কিন্তু সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।
২০২২ সালে বিয়ে প্রসঙ্গে রিচাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বিয়ে? মনে হচ্ছে বিয়ে হয়ে যাবে এই বছর। যেভাবে হোক করে নেব। আমরা বিয়ে নিয়ে খুবই উত্তেজিত কিন্তু কোভিড-১৯ নিয়ে চিন্তিতও বটে এবং আমরা দায়িত্বশীল হতে চাই। ভুল কারণের জন্য আমরা খবরের শিরোনামে আসতে চাই না। তাছাড়া যখন লকডাউন খুলল, কাজ শুরু হল পুরোদমে আমরা দুজনেই খুব ব্যস্ত হয়ে পড়ি। সেই কারণে দুই জনের সময় মিলিয়ে একসঙ্গে তারিখ বের করার চেষ্টা করছি এবং এই বছরই করে ফেলার চেষ্টা করব।'
গত মাসের এক সাক্ষাৎকারে রিচা বলেন, 'এই বছরই বিয়েটা সারতে চাই'। রিচা চড্ডা ও আলি ফজল একসঙ্গে 'ফুকরে' ও 'ফুকরে ২' (Fukrey and Fukrey 2) ছবিতে কাজ করেছেন। এবার তাঁদের একইসঙ্গে ফের দেখতে পাওয়া যাবে 'ফুকরে' ফ্রাঞ্চাইজির তৃতীয় ইনস্টলমেন্টে (third installment) অর্থাৎ 'ফুকরে ৩' ছবিতে। এই ছবির পরিচালনায় মৃগদীপ সিংহ লাম্বা রয়েছেন। প্রযোজনায় রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের 'এক্সেল এন্টারটেনমেন্ট'।
এছাড়া রিচা চড্ডার হাতে রয়েছে আরও একাধিক ছবির কাজ। তিনি সঞ্জয় লীলা বনশালীর ডিজিট্যাল ডেবিউ 'হীরামান্ডি'তেও কাজ করছেন।