মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ সিনহা, বীরভূম : গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব  করেছে সিবিআই। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছেন সিবিআই অফিসাররা। কিন্তু সেই সঙ্গে সঙ্গেই তাঁর বাড়িতে, পৌঁছে যান বোলপুরের চিকিৎসক। 


বেড রেস্ট প্রয়োজন
বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বুধবার এবিপি আনন্দ-কে জানান, অনুব্রতর পুরনো ফিশচুলার সমস্যা রয়েছে। ওর মধুমেহর সমস্যা থাকায় ইনফেকশন ছড়িয়েছে বেশি। দিতে হয়েছে কড়া অ্যান্টিবায়োটিকের  ডোজ। সেটি বর্তমানে বেশি সংক্রমিত হয়েছে। সেই সঙ্গে তিনি সিওপিডির রোগী। আছে হাইপারটেনশনের সমস্যাও। তাই ফিশচুলা অপারেশন এখন সম্ভব নয়। দরকার কনজারবেটিভ ট্রিটমেন্ট। এছাড়া আছে শ্বাসকষ্ট। ডিপ্রেশনের সমস্যাতেও ভুগছেন তিনি।  তাই ওই চিকিৎসকের ভাষায়, রাজনৈতিক ভাবনা থেকে নয়, বরং মানবিক দিক থেকে বিষয়টি বিচার করে তাঁকে বেড রেস্টে থাকতে দেওয়া দরকার। অনুব্রতকে হাসপাতালে ভর্তি করার দরকার না থাকলেও, তাঁর বেড রেস্ট প্রয়োজন।


অন্যদিকে, অনুব্রতর বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে দিল্লি থেকে এলেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর । দিল্লি থেকে এলেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর, বৈঠক করবেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের জয়েন্ট ডিরেক্টর, এসপি পদমর্যাদার অফিসারের সঙ্গে । গরু পাচার মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে বৈঠক করবেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর । 


মাথা ও ঘাড়ে যন্ত্রণা ও কাশির সমস্যা
গরু পাচারকাণ্ডে ১৯ মে, প্রথম ও শেষবার এই মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন তিনি। সোমবার সকাল ১১টা৪০ নাগাদ চিনারপার্কের ফ্ল্যাট থেকে বের হন অনুব্রত মণ্ডল! সাড়ে বারোটা নাগাদ SSKM হাসপাতালে পৌঁছন! অনুব্রত মণ্ডল পৌঁছনোর পর, SSKM-এর ৭ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড তাঁর শারিরীক পরীক্ষা করে। মাথা ও ঘাড়ে যন্ত্রণা ও কাশির সমস্যা আছে দাবি করেন অনুব্রত মণ্ডল। প্রায় ১ ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর এসএসকেএমের তরফে জানিয়ে দেওয়া হয়। ' এখন অনুব্রত মণ্ডলকে ভর্তি করার প্রয়োজন নেই। পুরনো যা সমস্যা রয়েছে, তার জন্য আগের ওষুধই চলবে। ' নতুন সমস্যা দেখা দিলে আউটডোরে এসে দেখাতে বলা হয়েছে। এরপর SSKM’ থেকে বেরিয়ে চিনার পার্কের ফ্ল্যাট হয়ে বীরভূমের উদ্দেশে রওনা দেন অনুব্রত মণ্ডল।  এরপর বুধবার আবার সিবিআইের তলব