নয়াদিল্লি: বিভিন্ন তারকাই সোশ্যাল মিডিয়া অ্যাপ 'ট্যুইটার'-এ বেশ সক্রিয়। নিজেদের জীবনের বিভিন্ন মুহূর্তের আপডেট থেকে শুরু করে বিভিন্ন খবরের আপডেট, সবই তাঁরা পোস্ট করেন ট্যুইটারে। অন্যদিকে একেবারে উল্টো পথে হাঁটলেন অভিনেত্রী রিচা চড্ডা। সম্প্রতি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট প্রাইভেট করেছেন অভিনেত্রী, এবং একইসঙ্গে নিজের ফোন থেকে অ্যাপটি ডিলিটও করে দিয়েছেন তিনি। তাঁর মতে ট্যুইটার 'খুব টক্সিক' ("too toxic")।


রিচার ট্যুইটার হ্যান্ডলে প্রায় ৫৪১.৯ হাজার ফলোয়ার রয়েছে। কিন্তু হঠাৎই মঙ্গলবার সকালে দেখা যায় তাঁর সেই প্রোফাইল লক হয়ে রয়েছে। প্রোফাইলে দেখা যায় লেখা, 'এই ট্যুইটগুলি প্রোটেক্টেড। কেবলমাত্র অ্যাপ্রুভড ফলোয়াররাই রিচা চড্ডার ট্যুইট দেখতে পাবেন। অ্যাকসেসের অনুরোধ পেতে, ফলোয় ক্লিক করুন।'




 


 


রিচা চড্ডা মঙ্গলবার সকালেই তাঁর ট্যুইটার হ্যান্ডলে ঘোষণা করেন তিনি এই অ্যাপটি তাঁর ফোন থেকেও ডিলিট করে দিয়েছেন। তিনি লেখেন, 'অ্যাপটি আমার ফোন থেকে ডিলিট করে দিচ্ছি। খুবই টক্সিক। বাই।'


এমন করার কারণ কী? রিচা চড্ডার আপাতত সম্পর্কে রয়েছেন অভিনেতা আলি ফজলের সঙ্গে। এক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন, কবে তাঁদের বিবাহ বিচ্ছেদ হবে। এই প্রশ্নের মুখের ওপর জবাব দেন অভিনেত্রী। সেই থেকেই সমস্যার সূত্রপাত।


এক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, এক নেটিজেন হিন্দিতে অভিনেত্রীকে প্রশ্ন করেন, 'আপনার কবে বিবাহ বিচ্ছেদ হবে? বলুন আমাদের। কারণ আমির খানের মতোই, আপনার বিয়েও বেশিদিন টিকবে না।'


এই কথার উত্তরে অভিনেত্রী হিন্দিতেই লেখেন, 'আমার কথা ভুলে যান, আপনি কি রেগে যাচ্ছেন কারণ এখনও কেউ আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেননি? আপনার ক্ষেত্রে, নিশ্চয়ই মেয়েটিই পণ চেয়েছিল। না আপনার সৌন্দর্য আছে না বুদ্ধি, এবং আপনি গরিবও।' এরপর তিনি লেখেন, 'আপনার মা নিশ্চয়ই এলপিজি ছেড়ে উনুনে রান্না করছেন। আন্টি আপনাকে প্রণাম। কিন্তু এ কেমন খারাপ মানুষকে পৃথিবীতে এনেছেন? এই নিষ্কর্মা, খারাপ মানুষ শুধুমাত্র এখানেই কথা বলার সাহস পায়।'