মেদিনীপুর: এবারের পুজোয় নিজের সংসদীয় কেন্দ্র মেদিনীপুরে রয়েছেন বিজেপির সর্বভরতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ষষ্ঠীর দিন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের বিদ্যুৎবাহিনী ক্লাবের পুজোর উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। খড়গপুর শহরের ভানসিং ময়দানের দুর্গাপুজো এবং ইন্দার প্রান্তিকের পুজোরও উদ্বোধন করেন তিনি। তালবাগিচার একটি মণ্ডপে গিয়ে ঢাক বাজান দিলীপ ঘোষ। এর একটি ভিডিও তিনি তাঁর কু অ্যাকাউন্টে শেয়ার করেছেন।


পুজোয় তিনি মেদিনীপুরে থাকবেন বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ। গতকাল রাজ্যবাসীকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। নিউটাউনে প্রাতর্ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, মহা ষষ্ঠীর মহালগ্নে মায়ের বোধনে সবাইকে শুভেচ্ছা। দুর্গা পুজো ভালো কাটুক। নতুন জীবনে ফিরে নতুন পৃথিবী যাতে বানাতে পারে. সেই সংকল্প সকলের নেওয়া উচিত।


একইসঙ্গে দিলীপ ঘোষ জানান যে, তিনি পুজোয় মেদিনীপুরে থাকবেন। এরপর মেদিনীপুরে পৌঁছে বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন তিনি। একটি পুজোর মণ্ডপে তাঁকে ঢাক বাজাতে দেখা গিয়েছে।


উল্লেখ্য, রবিবার কলকাতার অন্যতম বনেদি বাড়ির পুজো শোভাবাজার রাজবাড়ির পুজোয় গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে ঘুরে দেখার ছবি কু অ্যাকাউন্টে শেয়ার করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, কলকাতার ঐতিহাসিক ও ঐতিহ্যপূর্ণ শোভাবাজার রাজবাড়ির পুজো পরিদর্শন করে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। 


এদিকে, ষষ্ঠীর সন্ধেয় সল্টলেকে বিজেপির কালচারাল সেলের দুর্গা পুজোর উদ্বোধন  হয়। সেই উদ্বোধনের ছবি কু অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দু তাঁর জেলার ফিরেছেন। সেখানে তিনি বেশ কয়েকটি পুজোর অংশগ্রহণ করেছেন। সপ্তমীর দিনে পুজোয় অংশগ্রহণের ছবি শুভেন্দু কু অ্যাকাউন্টে শেয়ার করেছেন। নন্দীগ্রামের জোয়ার ভরা ক্লাবের পুজোয় অংশগ্রহণ করেন শুভেন্দু। এছাড়াও নন্দীগ্রামের আমগেছিয়া সুভাষ আজাদ ক্লাবের পরিচালনায় পুজোতেও তিনি অংশগ্রহণ করেন।