কলকাতা: 'বাবার অভিনয় এই ছবিতে দেখে আমি বাকরুদ্ধ l বাবাকে দেখে আবার শিখলাম, কীভাবে একটা ‘চরিত্র’ হয় উঠতে হয়।' লাইনগুলির যিনি লিখছেন, তিনি ঋদ্ধি সেন (Riddhi Sen)। সদ্য মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত 'কাবেরী অন্তর্ধান' (Kaberi Antardhaan)। আর সেই ছবি দেখে নিজের অভিজ্ঞতার কথা দরাজ হাতে লিখলেন ঋদ্ধি সেন (Riddhi Sen)।                                                                                                                                                                                 


সোশ্যাল মিডিয়ায় আজ 'কাবেরী অন্তর্ধান' ছবি সম্পর্কে লিখতে গিয়ে ঋদ্ধি লিখছেন, 'এই ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অভিনয় একটা অভিনয়ের ক্লাসের মতো। এরকম চরিত্রে তাঁকে আগে কখনও দেখিনি। তাঁকে যত দেখি তত অবাক হই। এই ছবিতে শেষের দিকে তাঁর অভিনয় দেখে হাত পা ঠান্ডা হয়ে যায় l প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার নিজেকে অতিক্রম করে গেছেন l শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভীষণ সৎ একটা পারফরম্যান্স, খুব ভাল লাগলো তার অভিনয় l তবে আমার কাছে এই ছবির ‘man of the match’ কৌশিক ‘সেন’ আর ‘গঙ্গোপাধ্যায়’ l বাবার অভিনয় এই ছবিতে দেখে আমি বাকরুদ্ধ l বাবাকে দেখে আবার শিখলাম কীভাবে একটা ‘চরিত্র’ হয় উঠতে হয় l এই ছবিতে এঁদের দুজনের অভিনয় মনে থেকে যাবে বহুদিন l দেখে আসুন কাবেরী অন্তর্ধান রহস্য l অদ্ভুত এক অনুভূতি নিয়ে বেরোবেন প্রেক্ষাগৃহ থেকে যা সহজে হয় নাl'                                                                                                                           


আরও পড়ুন: Neha on Shah Rukh Khan: 'হয় যৌনতা বিক্রি হয়, অথবা শাহরুখ', ২০ বছর আগের মন্তব্য নিয়ে আজও উচ্ছ্বসিত নেহা


সুরিন্দর ফিল্মস (Surindar Films) প্রযোজিত এই ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এছাড়াও রয়েছেন  চূর্ণী গঙ্গোপাধ্যায় ( Churni Ganguly), অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharyya), কৌশিক সেন (Kaushik Sen), পূরব শীল আচার্য (Purab Shil Acharya) ও অন্যান্যরা।                                                                                                                                     


ঋদ্ধির এই লেখায় চূর্ণী ধন্যবাদ জানিয়েছেন। আর ঋদ্ধি প্রশংসা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের অভিনয়ও। ঋদ্ধি লিখছেন, 'কী করে একজন পরিচালক এতগুলো ভিন্ন ধারার ছবির ভাষা তৈরি করতে পারে অনায়াসে?'