কলকাতা: আজ তাঁর মায়ের জন্মদিন। চিরকালই মায়ের সঙ্গে এই অভিনেতার ভাল সম্পর্ক। আর মায়ের জন্মদিনে তিনি কলম ধরবেন না তাও কি হয়? সোশ্যাল মিডিয়ায় মা রেশমি সেন (Reshmi Sen)-কে নিয়ে লিখলেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। কোনও ছবিতে ছোট্ট ঋদ্ধিকে কোলে নিয়ে আছেন রেশমি। কোনও ছবিতে আবার তিনি নাটকের মঞ্চে মগ্ন নিজে নিজের কাজ নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এমন একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে কলম ধরলেন ঋদ্ধি।
ঋদ্ধি লিখছেন, 'কিছুদিন এমন থাকে যে দিনটা শুধু নিজের আর ছায়াসঙ্গীর, হয়ত রোজকার দৃশ্য, শব্দ, আলো, আঁধারের জগতে সর্বাঙ্গে সরীসৃপের মতো লেপ্টে থাকা সমাজের দেওয়া পরিচিতির প্রলেপ ধুয়ে ফেলার ফাঁকে স্নানঘরে দেখা মেলে ছায়াসঙ্গীর, আয়নার ঘষা কাঁচের মধ্যে হাতছানি দিয়ে ডেকে যায়, পরিচিতি নামক প্যারাসাইটের জঠরের ঘুম থেকে উঠে পড়তে বলে বারবার, জেগে ওঠার দিনগুলোর নাম হয়তো জন্মদিন l ব্যাথায় সবুজ হয়ে থাকা মাটিতে জেগে থেকে সার দিয়েছো বহু রাত, আর প্রতিটা নতুন দিনে ভোরের আকাশে শুকতারার মতো জ্বলজ্বল করে সেখানে ফুটে থেকেছে ফুল, জীবনের প্রসব বেদনার ফসল স্বরূপ তোমার গাছে থেকেছে শুধুই নতুন পাতা, এত যত্ন করে কি করে জল দিয়ে গেলে এতগুলো বছর ধরে ? সভ্যতার অগ্রগতিতে শুকিয়ে আসছে নদী ,একদিন সব নদী শুকিয়ে গেলেও তোমার কাছে গেলে জল পাবো ঠিক, জানি l আজকের দিনটায় থাকুক শুধু তুমি আর তোমার ছায়াসঙ্গী ,আলো আর অন্ধকার, দুটোই একান্তই তোমার, কারণ তোমার ছোট্ট বাগানটার ওপর অধিকার একমাত্র এই দুজনের l ছোটবেলায় তোমার সাথে ‘লায়ন কিং’ দেখতে দেখতে কতবার ভেবেছি, তুমি না থাকলে কত কি হতো না, এই যেমন ধরো - তুমি না থাকলে লায়ন কিংরা হয়ে যেত মেনি বেড়াল, তুমি না থাকলে ঘুমিয়ে থাকতে হত না কিছুই খেয়াল, তুমি না থাকলে হাজরা মোড়ে সেন ফার্মেসি দোকান খুলে জমিয়ে দিত….. শুভ জন্মদিন l'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।