কলকাতা: আরজি কর কাণ্ডের জের, থিয়েটার শো বাতিল করল 'স্বপ্নসন্ধানী'। কৌশিক সেন, ঋদ্ধি সেনদের দলের একটি শো ছিল গতকাল, অর্থাৎ রবিবার, ১৮ অগাস্ট। সেই শো বাতিল করে দেওয়া হয়েছে 'স্বপ্নসন্ধানী'-র তরফ থেকে। সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট করেছেন ঋদ্ধি সেন। শুধু তাই নয়, যেহেতু আগামীদিনে শো-এর দিন এখনও ধার্য করা হয়নি, সেই কারণে টিকিটের দাম ফিরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নাট্যদলের তরফ থেকে। 


গতকাল, রবিবার শহর জুড়ে একাধিক মিছিল ও পদযাত্রা হওয়ার কথা ছিল। এদিন শহরে পা মিলিয়েছেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কলাকুশলী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। বৃষ্টিতে ভিজে, কালো পোশাক পরে মিছিল করেছেন তাঁরা। এদিন শুধুমাত্র টলিপাড়ার মিছিল নয়, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ক্লাব সমর্থকদের আন্দোলন ঘিরেও তোলপাড় হয় বাইপাস সংলগ্ন এলাকা। পুলিশের লাঠিচার্জ পর্যন্ত হয়। সাময়িকভাবে প্রিজন ভ্যানে কিছু সমর্থকদের তুললেও পরে জনগণের চাপে তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। ফিরে যায় খালি প্রিজন ভ্যান। 


এদিন, যখন শহর জুড়ে আন্দোলন আর প্রতিবাদ, তখন শো বাতিল করে পথে নেমেছিলেন ঋদ্ধি সেন, কৌশিক সেন, রেশমি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রা। এদিন তাঁদের 'হ্যামলেট'-এর শো ছিল ঋদ্ধি-সুরঙ্গনাদের। তবে যেহেতু তাঁরা মিছিলে যোগ দেবেন, এবং শহর জুড়ে মিছিলের কারণে যানজট তৈরি হতে পারে, সেই কারণে, দর্শকদের কথা মাথায় রেখেই স্থগিত রাখা হয়েছিল এই শো। আগামী কোনও শো ঘোষণা না হওয়ার কারণে ঋদ্ধি জানিয়েছিলেন, যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের প্রত্যেককে টাকা ফিরিয়ে দেওয়া হবে।


এই দিন মিছিলে উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা, অঞ্জন দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পাওলি দাম সহ আরও অনেকেই।    


 






আরও পড়ুন: Jeetu Kamal on Rituparna Sengupta: 'আমরা তো মহিলাদের সম্মানের জন্যই লড়ছি, তাহলে..', ঋতুপর্ণাকে ট্রোল করা নিয়ে মুখ খুললেন জিতু


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।