কলকাতা: জনপ্রিয় থিয়েটার ও সিনেমা অভিনেত্রী রেশমি সেনের আজ জন্মদিন। এই বিশেষ দিনে মাকে নিয়ে বিশেষ পোস্ট করলেন অভিনেতা ঋদ্ধি সেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রীর থিয়েটারের একটি ছবি শেয়ার করে লিখলেন আবেগঘন পোস্ট।
ছবিটি দেখে স্পষ্ট কোনও এক নাটকের চরিত্রের বেশে রয়েছেন রেশমি। নাটক বা থিয়েটার এই সেন পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। তাই হয়তো মাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে এমনই একটি ছবি বেছে নিয়েছেন ঋদ্ধি। ক্যাপশনে লিখেছেন, 'আমার ভালবাসাকে, সেই মানুষটিকে যে আমার বোধবুদ্ধির জন্ম দিয়েছে এবং সেগুলিকে লালন-পালন করেছে, একজন সত্যিকারের পারফর্মার যাকে দমানো যায় না, আমার দেখা অন্যতম একজন পবিত্র মানুষ, এমন একজন মানুষ যে কখনও নিজের শিরদাঁড়া বেঁকাতে রাজি নয়, এবং সবসময় মাথা উঁচু করে সামনে এগিয়ে চলে। শুভ জন্মদিন মা।'
ঋদ্ধি সেনের পোস্টে নিমেষে লাইকের বন্যা। অনুরাগীরা পোস্টের কমেন্টেই রেশমি সেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী রেশমি সেনকে একাধিক নাটকে মঞ্চে অভিনয় করতে দেখা গেছে। শুধু তাই নয়, বিভিন্ন বাংলা ছবিতেও সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন একাধিক বাংলা ধারাবাহিকেও।