কলকাতা: আজ তাঁর জন্মদিন। অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরেছে তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি। তবে সবার প্রথম জন্মদিনের উইশ সম্ভবত করেছেন স্বামী গৌরবই। ১৯ জানুয়ারি জন্মদিন টলিউডের জন্মপ্রিয় অভিনেত্রী ঋধিমা ঘোষের। সেই উপলক্ষ্যে মধ্যরাত থেকেই শুরু হল সেলিব্রেশন। বন্ধুদের উপস্থিতিতে কেক কাটা, হই হুল্লোড়! সেই ভিডিও ফেসবুকে নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী।



তবে জন্মদিনের আগের সন্ধেতেই ফেসবুকে ঋধিমাকে আবেগী বার্তা দেন স্বামী গৌরব চক্রবর্তী। গৌরব লিখেছেন,
আরও এক বছর বয়সটা কমে গেল ঋধিমার। সারাবছর এইদিনটার অপেক্ষায় থাকে ঋধিমা! আমি জানি, ঋধিমা ঠিক যেমন রূপকথার মতো জন্মদিনের সেলিব্রেশন চেয়েছিল, ঠিক তেমনটা হয়ত হল না। তবে নতুন বছরটা তো দারুণ ভাবে শুরু হয়েছে। বোড়ানো, অনেকগুলো জন্মদিন উদযাপন, ভাল-ভাল কাজ। আমি সবসময় তোমার জন্য গর্ব অনুভব করব। আশা করব,  অনেক অনেক কাজ, ঘোরা-বেড়ানো, আশপাশের সকলের প্রচুর ভালবাসা নিয়ে তোমার এই বছরটা সেরার সেরা হয়ে উঠবে।  শুভ জন্মদিন রানি!



অন্যদিকে জন্মদিনের বার্তার জন্য ঋধিমাও গৌরবকে ফেসবুকে ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে শেয়ার করেছেন দুজনের কিছু ছবি।



বছর শুরুতে উত্তরবঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ঋধিমা-গৌরব। দার্জলিং-এ কাঞ্চনজঙ্ঘার ব্যাকড্রপে দারুণ কিছু ছবি পোস্টও করেন তাঁরা। তাই ঋধিমার জন্মদিনের মাসটা শুরু থেকেই দারুণ কাটছে, তেমনটাই বলছে সোশ্যাল মিডিয়া।