কলকাতা: বিয়ের চার বছর পূর্তি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে একে অপরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন তারকা দম্পতি গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) ও ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। 


কিছুদিন আগেই ভালবাসার ১১ বছর পূরণ করেন এই দম্পতি। ৭ বছরের সম্পর্ক ও ৪ বছরের বিয়ে মিলিয়ে ১১ বছরের একসঙ্গে পথচলা। একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেন। তার ঠিক দিন চারেকের মাথায় বিবাহবার্ষিকী। মজা করে দুজনেই ক্যাপশনে লিখলেন, 'আবারও হ্যাপি অ্যানিভার্সারি'। তবে এবার বিয়ের অ্যানিভার্সারি।


সম্ভবত নিজেদের রিসেপশনের একটি সাদাকালো ছবি পোস্ট করেন তাঁরা। গৌরবের হাত ধরে ঋদ্ধিমা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'তোমার হাতই একমাত্র আমি সারাজীবন ধরতে চেয়েছি। তুমি আমাকে সম্পূর্ণ কর। বর্ষপূরণের শুভেচ্ছা... আবার!' 


 






২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েন গৌরব ও ঋদ্ধিমা। তার আগে দীর্ঘ ৭ বছরের সম্পর্ক। সব মিলিয়ে ১১ বছরের দীর্ঘ যাত্রা। কিছু দিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় সূর্যাস্তের সামনে দুজনের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'আশা করছি আগামী দিনে আরও একাধিক সূর্যাস্ত তোমার পাশে বসেই দেখতে পাব। হ্যাপি অ্যানিভার্সারি ঋদ্ধিমা। খুব ভালবাসি।' কমেন্টে স্ত্রীয়ের আদুরে মন্তব্য, 'আমি তোমাকে বেশি ভালবাসি'। তাঁর পোস্টে দম্পতিকে শুভেচ্ছা জানান অনিন্দিতা বোস, নুসরত জাহান প্রমুখ।


আরও পড়ুন: Esha Gupta on Marriage: জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ বলি ডিভা এষা গুপ্তার?