চেন্নাই: সিনে দুনিয়া থেকে এবার রাজনীতিতে আসতে চলেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। আগেভাগেই জানিয়ে দিয়েছেন, তাঁর রাজনীতির রং আর যাই হোক, গেরুয়া তা কখনওই হবে না। এবার বিজেপির হাতে নতুন করে বিতর্কের রসদ তুলে দিয়ে কমলের নতুন বোমা, দক্ষিণপন্থী সংগঠনগুলি হিন্দু সন্ত্রাস অস্বীকার করতে পারে না।
এক তামিল সাপ্তাহিকে নিয়মিত লেখালেখি করেন কমল। সেখানেই তিনি লিখেছেন, আগে হিন্দুরা হিংসায় হাত রাঙাত না। তারা বিরোধীদের সঙ্গে আলোচনা করত। কিন্তু এখন তারাও হিংসার আশ্রয় নিয়েছে।
তাঁর আরও দাবি, দক্ষিণপন্থীরা হিন্দু জঙ্গির অস্তিত্ব অস্বীকার করতে পারে না কারণ সন্ত্রাসবাদ তাদের ক্যাম্পেও পৌঁছে গিয়েছে। তাঁর কথায়, হিন্দুরা সত্যমেব জয়তের ওপর আস্থা হারিয়ে ফেলছে, তারাও এখন বিশ্বাস করে গায়ের জোরে অধিকার ছিনিয়ে নেওয়ায়।
কমল ঘনিষ্ঠ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁকে প্রশ্ন করেন, যেভাবে সাম্প্রদায়িকতা ছড়িয়ে সহাবস্থানের তামিল দ্রাবিড় ঐতিহ্য নষ্ট করার চেষ্টা চলছে তাকে কী বলবেন তিনি। জবাবে তাঁর এই লেখা।
বর্ষীয়াণ এই অভিনেতা জানিয়ে দিয়েছেন, ৭ তারিখ নিজের জন্মদিনে আলাদা রাজনৈতিক দল শুরু করবেন তিনি। তবে তার রং কখনওই গেরুয়া হবে না। তাঁর কথায়, গোটা বিশ্বেই ফ্যাসিজম ও দক্ষিণ পন্থার দিকে ঝোঁকার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু এই প্রবণতা সাময়িক, এ কখনওই জিতবে না।
ইউপিএ আমলে প্রথম উচ্চারিত হয় গেরুয়া সন্ত্রাস বা স্যাফ্রন টেরর শব্দবন্ধ। বিজেপি তার তীব্র প্রতিবাদ করে, এখনও এই অভিযোগের পিছনে নির্দিষ্ট ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।
দক্ষিণপন্থীরা হিন্দু সন্ত্রাসবাদ অস্বীকার করতে পারে না, দাবি কমল হাসানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2017 12:55 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -