মুম্বই: ভারতের একাধিক অভিনেতা-অভিনেত্রী হলিউডের ছবিতে কাজ করেছেন। তবে তাঁদের মধ্যে সেরা বলে মনে করা হয় ইরফান খানকে। আজ প্রয়াত হওয়া এই অভিনেতা ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘লাইফ অফ পাই’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। তাঁর কাছে হলিউডের আরও অনেক ছবিতে অভিনয় করার সুযোগ ছিল। কিন্তু তিনি ভারত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে থাকতে চাননি। সেই কারণে অনেক প্রস্তাবই ফিরিয়ে দেন।
২০১৬ সালে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান জানিয়েছিলেন, ‘আমি অনেক প্রস্তাব পেয়েছি। আমার বয়স কম হলে হয়তো হলিউডে পাড়ি জমানোর কথা ভাবতাম। কিন্তু আমি কোনওদিন ভারত ছাড়ার কথা ভাবিনি। এখানে আমার আপনজনেরা আছেন। তাঁদের নিয়েই আমার জীবন। এখন ভারতে অন্যধারার ছবি হচ্ছে। এই সাহসী, নতুন বিশ্বের একটি অংশ হতে পেরে আমি খুশি।’
স্টিফেন স্পিলবার্গ, ম্যাট ড্যামন, ম্যাথু ম্যাককনাগে, অ্যানি হ্যাথওয়ে, লিওনার্দো ডি ক্যাপ্রিও, ক্রিস্টোফার নোল্যান, রিডলি স্কটের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ইরফান। কোনওবার সময় হয়নি, আবার কোনও সময় চরিত্র পছন্দ হয়নি, চিত্রনাট্য অনুযায়ী কতটা গুরুত্ব পাবেন সে বিষয়ে নিশ্চিত না হওয়ায় অভিনয় করতে রাজি হননি। একটি ছবিতে তাঁর স্কার্লেট জনসনের সঙ্গে অভিনয় করার কথা ছিল। কিন্তু সেই প্রস্তাবও তিনি ফিরিয়ে দেন। বিপুল সম্ভাবনাময় এই অভিনেতা আজ সবকিছুর ঊর্ধ্বে চলে গেলেন।
ফিরিয়ে দিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, স্টিফেন স্পিলবার্গের প্রস্তাব, ভারত ছেড়ে হলিউডে থিতু হতে চাননি ইরফান খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2020 01:33 PM (IST)
এই অভিনেতা ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘লাইফ অফ পাই’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -