কলকাতা: নিজের গ্রামের বাড়ি জিয়াগঞ্জে কেমন থাকেন অরিজিৎ সিংহ (Arijit Singh)? সেখানে কি তিনি এক্কেবারে পাড়ার ছেলে, আর পাঁচটা মানুষের মতোই সাধারণ? সোশ্যাল মিডিয়ায় যে ছোটখাটো ভিডিও মাঝেমধ্যেই প্রকাশ পায় অরিজিতের, তা ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। বলিউডে যিনি প্রথম সারির সঙ্গীতশিল্পী... তাঁর টিমের কাছ থেকে ফোন পেয়ে, কাজের অফার পেয়ে প্রথমে কিছুটা চমকেই গিয়েছিলেন অভিনেতা ঋষভ বসু (Rishav Basu)! আর সেই কাজের সুযোগই তাঁকে দেখার সুযোগ করে দিল মাটির কাছাকাছি থাকা অরিজিৎকে। মিউজিক ভিডিও মুক্তির পরে, এবিপি লাইভের (ABP Live) কাছে সেই গল্প উজাড় করে দিলেন ওয়েব সিরিজের শ্রীকান্ত।
সদ্য মুক্তি পেয়েছে সুনিধি চৌহানের (Sunidhi Chauhan)-এর কন্ঠে, অরিজিৎ সিংহের কম্পোজিশনে নতুন গান 'বরখা'। এই গানের মিউজিক ভিডিওতেই মুখ্যভূমিকায় দেখা গিয়েছে ঋষভকে। কিন্তু কীভাবে এল এই গানের সুযোগ? এবিপি লাইভকে ঋষভ বলছেন, 'তখন সদ্য সদ্য আমার ওয়েব সিরিজটা মুক্তি পেয়েছে। শ্রীকান্ত। সম্ভবত সেই ওয়েব সিরিজের কোনও এক গান দেখেই আমার লুক পছন্দ হয়েছিল অরিজিৎ সিংহের। তারপরেও ওঁর টিমের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়, কাজের কথাও বলা হয়।'
কাজের প্রস্তাব পেয়ে কার্যত সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলেন ঋষভ। প্রস্তাব পাওয়ার সময় দুবাইতে ছিলেন তিনি। একটি আন্তর্জাতিক বিজ্ঞাপনের শ্যুটিংয়ে। সেখানেই তাঁর কাছে এই কাজের অফার আসে। ঋষভ বলছেন, 'যথাসময়ে আমি জিয়াগঞ্জে গেলাম। গোটা গানের শ্যুটিংটাই হয়েছে জিয়াগঞ্জে, অরিজিৎদার বাড়ির কাছাকাছি। ২ থেকে ৩ দিন সময় লেগেছে শ্যুটিংটা করতে। সেই কয়েকটা দিন ওখানেই ছিলাম।'
কেমন ছিল সেই অভিজ্ঞতা? ঋষভ বলছেন, 'অরিজিৎ সিংহকে যেমনভাবে মানুষ দেখেন, ও ঠিক সেইরকমই, বরং আরও অনেক বেশি সাধারণ। গোটা শ্যুটিংয়ের সময়টাই আমাদের সঙ্গে ছিলেন অরিজিৎ। এমনকি অনেক শট উনি নিজে হাতেও নিয়েছেন। আমার রাস্তায় হেঁটে যাওয়ার একটা শট ছিল, সেটা নিজেই রাস্তায় শুয়ে পড়ে নিলেন অরিজিৎদা। জিয়াগঞ্জে থাকলে উনি সত্যিই একেবারে পাড়ার ছেলে। '
শ্যুটিং তো হল... কিন্তু তারপরে? কাজের বাইরে কেমন করে সময় কাটত ঋষভের? অভিনেতা বলছেন, 'আমরা হামেশাই অরিজিৎদার বাড়িতে বসে আড্ডা জমাতাম। কথা হল কোয়েলদির সঙ্গেও। ছাদে বসে গল্প, গান নিয়ে কথা... কয়েকটা দিন দুর্দান্ত কেটেছে। অরিজিৎদা একেবারে দাদার মতোই। বাইরের লোকেরা ওঁকে যেমন ভাবেন, তার চেয়ে অনেক অনেক সাধারণ জীবনযাপন ওঁর। কাছ থেকে না দেখলে হয়তো উপলদ্ধিই করা যায় না। তবে ওর সঙ্গে সেলফি তোলার অনুরোধ করতে পারিনি। মনে হয়েছিল ওঁকে বিব্রত করা হবে।'
মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে ইতিমধ্যেই, কেমন প্রতিক্রিয়া? ঋষভ বলছেন, 'বলিউডের অনেকেই এই গানের রিল বানিয়ে আমাদের পাঠাচ্ছেন। ভাল লাগছে। আমিও প্রশংসা পেয়েছি। এই বর্ষায় সবাই যে গানটি শুনছে এটুকুই আমাদের পাওয়া।'
আরও পড়ুন: Cheeni 2: 'চিনি' স্বাদের নতুন চার মিষ্টি, কেমন লাগল মধুমিতা-অপরাজিতার?