মুম্বই: শুরুটা হয়েছিল বাবার ছবির হাত ধরেই। বলিউডের ছবিতে প্রথম পা রেখেছিলেন 'মেরা নাম জোকার' (Mera Nam Jokar) ছবিতে একজন শিশুশিল্পীর ভূমিকায় (Child Artist)। সেই ছবিই তাঁকে এনে দিয়েছিল জাতীয়স্তরের 'সেরা শিশুশিল্পী'-র পুরস্কার (National Film Award for Best Chind Artist)। এরপর 'ববি' (Bobby) ছবিতে প্রথম মুখ্যচরিত্রে অভিনয় ডিম্পল কপাডিয়া (Dimple Kapadia)-র বিপরীতে। ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত ৯২টি ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন তিনি। ঋষি কপূর (Rishi Kapoor)। ১৯৫২ সালে কপূর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আজ বলিউডের অন্যতম তারকার জন্মদিন। 


'পেয়ার হুয়া ইকরার হুয়া হ্যায়' (Pyar Hua, Iqrar Hua Hai)... বাবা রাজ কপূরের (Raj Kapoor)-এর ছবি 'মেরা নাম জোকার'-এর এই গানের সুরেই প্রথম রূপোলি পর্দার সঙ্গে ঋষির পরিচয়। তাঁর প্রথম মুখ্যচরিত্রে কাজও বাবার পরিচালনায়। 'ববি' ছবিতে। 'জহরিলা ইনসান' ছবিতে প্রথমবার ঋষি অভিনয় করেছিলেন নীতু কপূর (Neetu Kapoor)-এর সঙ্গে। এই ছবির সূত্র ধরেই তাঁদের আলাপ। এরপর 'কভি কভি' (Kabhi Kabhi) ও দুসরা আদমি (Doosra Admi) ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ঋষি ও নীতু। এরপর ১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয় ঋষি ও নীতু।


ঋষি ও নীতুর এক পুত্র ও এক কন্যাসন্তান হয়। রণবীর কপূর (Ranbir Kapoor) ও ঋদ্ধিমা কপূর সাহানি (Riddhima Kapoor Sahani)। নিজের জীবন নিয়ে যুগ্ম প্রয়াসে একটি বইও লিখেছিলেন ঋষি। বইটির নাম, 'খুল্লম খুল্লা: ঋষি কপূর আনসেনসার্ড' (Khullam Khulla: Rishi Kapoor Uncensored)।


আরও পড়ুন: Subhashree Ganguly: গয়না-ত্রিনয়নে অপরূপা, মহালয়ার ভোরে 'দুর্গা' শুভশ্রী


২০১৮ সালে লিউকোমিয়া ধরা পড়ে ঋষির। নিউ ইয়র্কে (New York)-এ চিকিৎসা করিয়ে ২০১৯ সালে দেশে ফেরেন ঋষি। ২০২০ সালে একই রোগে ফের হাসপাতালে ভর্তি হন ঋষি। কোলন ইনফেকশনে আক্রান্ত হয়ে ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি।


আজ সোশ্যাল মিডিয়ায় ঋষির সঙ্গে খুশির মুহূর্তের একটি ছবি শেয়ার করে নিয়েছেন স্ত্রী নীতু কপূর। দুজনের মুখেই হাসি। এই ছবি শেয়ার করে প্রয়াত ঋষির উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় নীতু লিখেছেন 'শুভ জন্মদিন'