মুম্বই: সদ্যই ১০ বছর পূর্ণ করেছে বলিউডের জনপ্রিয় ছবি 'রকস্টার' (Rockstar)। ছবির ১০ বছর পূর্তি উপলক্ষে এক ভার্চুয়াল মিট আয়োজন করেছিলেন সুরকার এ.আর রহমান, অভিনেতা রণবীর কপূর, পরিচালক ইমতিয়াজ আলি এবং ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করা সঞ্জনা সাঙ্ঘি। নিজের ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিও মিট করেন এ.আর রহমান। 'সড্ডা হক' হোক কিংবা 'নাদান পড়িন্দে ঘর আ যা' হোক, 'রকস্টার'-র গান ১০ বছর আগেও যেমন শ্রোতাদের মন জিতে নিয়েছিল, তার রেশ এখনও থেকে গিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দর্শকরা অনুভূতি প্রকাশ করে জানিয়েছেন যে, এমন সুর তাঁরা আরও চান। আবার কোনও নেট নাগরিক লিখেছেন, ''রকস্টার'-র গান অসাধারণ'।


আরও পড়ুন - বাগদান সারলেন করিশ্মা তান্না? পাত্র কে?


সম্প্রতি ১০ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিও মিটের মাধ্যমে ফের একত্রিত হয়েছিলেন 'রকস্টার' ছবির কলাকুশলীরা। হাজির ছিলেন রণবীর কপূর, ইমতিয়াজ আলি, এ.আর রহমান, সঞ্জনা সাঙ্ঘি। সেখানেই উঠে এলো ছবি তৈরির সময়ের নানা গল্প। উঠে এলো কীভাবে তৈরি হয়েছিল 'সড্ডা হক' থেকে 'নাদার পড়িন্দে'। সুরকার এ.আর রহমান স্মৃতিচারণা করে জানাচ্ছেন, কাশ্মীরে যখন ছবির একটি গানের শ্যুটিং চলছে, তখন তিনি বাকিদের জিজ্ঞাসা করেছিলেন, তাঁদের কি গান পছন্দ হয়েছে? তখনই পরিচালক ইমতিয়াজ আলি বলেন, 'না, আমাদের সকলেরই গান পছন্দ হয়েছিল। আমি বলেছিলাম, আমাদের সকলেরই তো পছন্দ। কিন্তু তুমি কি গান অন্য কাউকে শুনিয়েছো?' এ.আর রহমান বলেন, 'আমি রণবীরের বাবা ঋষি কপূরকে শুনিয়েছি। কিন্তু ওঁর একটা গানও পছন্দ হয়নি। আমারও তেমনটাই প্রত্যাশা ছিল। কারণটাও আমার জানা ছিল। কারণ সমস্ত কিছুটাই খুব জটিল ছিল।'



এরপরই পরিচালক ইমতিয়াজ আলিকে এ.আর রহমান জিজ্ঞাসা করেন, 'ওঁর কি একটা গানও পছন্দ হয়নি?' পরিচালক উত্তরে বলেন, 'না। তিনি (ঋষি কপূর) বলেছিলেন আমি কিছুই বুঝতে পারছি না। কোনও গানই ঠিকমতো ধরতে পারছি না।' এ.আর রহমান বলে ওঠেন, 'এরপরই আমি বলি, তাহলে আমরা যে গান তৈরি করতে যাচ্ছি, তা তৈরি করব না। আমি চলে য়াই আর অন্য গান তৈরি করি। আর তারপরই জন্ম নেয় 'নাদান পড়িন্দে'। যে গান আমার কেরিয়ারেরও অন্যতম উল্লেখযোগ্য গান। তাই অন্যের প্রতিক্রিয়া কতটা জরুরি ছিল বুঝতে পারি।' এভাবেই ছবির হিট গান তৈরির গল্প ১০ বছর পর শেয়ার করে নেন সুরকার এ.আর রহমান।


২০১১-তে মুক্তি পায় রোম্যান্টিক-মিউজিক্যাল ড্রামা 'রকস্টার'। যেখানে এক কলেজ ছাত্র জনার্দন কীভানে একা-রাগী রকস্টার জর্ডন হয়ে ওঠে, তার গল্প দেখানো হয়েছে। আর গল্পের সঙ্গে গানের দুর্দান্ত মেলবন্ধনে বক্স অফিসে দারুণ সাফল্য পায় ছবিটি।