নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় এখন প্রিয় তারকাদের ছবি ভিডিও এডিট করা হয় প্রায়ই। তেমনই এক ফ্যানপেজ (Fan Page) থেকে এডিট করা একটি ছবি এখন ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতা ঋষি কপূরের (Rishi Kapoor) কোলে তাঁর নাতনি রাহা (Raha)। মিষ্টি সেই এডিট করা ছবি দেখে কী প্রতিক্রিয়া দিলেন নীতু কপূর (Neetu Kapoor)?


ঠাকুর্দার কোলে ছোট্ট রাহা, ছবি দেখে কী প্রতিক্রিয়া নীতু কপূরের?


হাসি মুখে নাতনির মুখের দিকে তাকিয়ে ঋষি কপূর। কোলে পুঁচকে রাহা। সম্প্রতি অনুরাগীদের এডিট করা এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঋষি কপূরের পরনে একটি নীল টি-শার্ট, আর প্রিন্টেড ড্রেসে খুদে। এই ছবিটি পোস্ট করা হয়, ক্যাপশনে লেখা হয়, 'যদি ঋষি জি আমাদের সঙ্গে আজও থাকতেন... এবং রাহার সঙ্গেও।' 


এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন আলিয়া ভট্টের মা, অভিনেত্রী সোনি রাজদানও। লেখেন, 'এটা খুব দুর্দান্ত একটা এডিট। আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। ধন্যবাদ।'


এই পোস্ট দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নীতু কপূরও। সোনি রাজদানের স্টোরি রিশেয়ার করে নীতু কপূর লিখেছেন, 'এটা খুবই মিষ্টি।' ঋষি কপূর ২০২০ সালের ৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঋষি ও নীতুর ছেলে রণবীর কপূর ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া ভট্টকে। ২০২২ সালের ৬ নভেম্বরে রাহা কপূরের জন্ম হয়। 




প্রসঙ্গত, গত ডিসেম্বরে, বড়দিনের প্রাক্কালে রণবীর কপূর ও আলিয়া ভট্ট প্রথম তাঁদের মেয়েকে নিয়ে আসেন সর্বসমক্ষে। সেই সময় প্রথম রাহাকে দেখে নেটিজেনদের একাংশ বলেছিলেন, কপূর পরিবারের মতোই চোখ দুটো রাহার। 


আরও পড়ুন: Ranajoy on 'Pariah': 'ইন্ডাস্ট্রি একজন নতুন তারকা পেল', বিক্রমের 'পারিয়া' ছবির প্রশংসায় পঞ্চমুখ রণজয়


সম্প্রতি ঋষিকে স্মরণ করেন রণবীর


সম্প্রতি, রণবীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফিল্ম 'অ্যানিম্যাল'-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার (পুরুষ) পুরস্কার জিতেছেন। পুরস্কার নিতে মঞ্চে উঠে বক্তৃতায় রণবীর ঋষির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 'প্রতিদিন আমি তোমার কথা ভাবি। আশা করি তুমি সেখানে শান্তি এবং বিশ্রামে আছ,' তিনি বলেন।


২০২৩ সালের ৬ নভেম্বর প্রথম জন্মদিন পালন করে খুদে রাহা। মিষ্টি পোস্টে মেয়েকে ভালবাসা জানিয়েছিলেন আলিয়া। রঙিন কেকের ওপর খুদে দুটো হাত। তাতে ক্রিম আর ভালবাসা মাখামাখি। পরের ছবিটে তিনটি হাত, তিনটি ফুল। বাবা ও খুদের হাতে ধরা গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা মায়ের হাতে। পরের ছবি সুরেলা। ছোট্ট যন্ত্র থেকে ভেসে আসছে জন্মদিনের শুভেচ্ছা-মাখা সুর। জন্মদিনে এভাবেই মেয়েকে আদরে, ভালবাসায় ভরান অভিনেত্রী। জন্মের পর থেকে, রাহাকে আড়ালেই রেখেছিলেন আলিয়া-রণবীর। ছোট্ট স্টারকিড অন্তরালে থেকেই পার করে ফেলে ১টা বছর। প্রথম জন্মদিনের প্রায় মাস দেড়েক পর প্রথম সামনে এল রাহা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।