মুম্বই: ছেলে রণবীর কপূর রেখেঢেকে কথা বলতে অভ্যস্ত। কিন্তু বাবা ঋষি কপূর একেবারেই বিপরীত। বক্স অফিসে সে রকম সাফল্য পায়নি ছেলে রণবীরের সদ্যমুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জগ্গা জাসুস’। এজন্য পরিচালক অনুরাগ বসুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঋষি। ছবিটি তৈরি এবং মুক্তির জন্য দেরী হওয়ায় পরিচালককে একহাত নিয়েছেন ঋষি। তিনি বলেছেন, মুক্তির মাত্র একদিন আগে 'জগ্গা জাসুস'-এর কাজ শেষ হয়।
ঋষি বলেছেন, কেউ ভাবতে পারে? বুধবার পর্যন্তও অনুরাগ ছবিটির শেষ কাজগুলি করছিলেন অনুরাগ। এক সপ্তাহ আগে গানের কাজ শেষ করেন প্রীতম (সুরকার)। একে কী বলবেন?
এখানেই থেমে থাকেননি ঋষি। তিনি বলেছেন, পরিচালক হিসেবে প্রথম সিনেমা ‘কুছ তো হ্যায়’ করার সময় প্রযোজক একতা কপূরের সঙ্গে মতবিরোধের কারণে মাঝপথে কাজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন অনুরাগ। এটা কোনো গোপন কথা নয়। ‘কাইটস’ তৈরির সময়ও প্রযোজক রাকেশ রোশনের সঙ্গে অনুরাগের ঝামেলা লেগেছিল।
ঋষি আরও বলেছেন, একতা যেভাবে তাঁর সিনেমা থেকে অনুরাগকে ছেঁটে ফেলেছিলেন তা একেবারেই সঠিক সিদ্ধান্ত। এরপরই অনুরাগকে দায়িত্বজ্ঞানহীন বলে তোপ দাগেন ঋষি। তাঁর অভিযোগ, অনুরাগ এতটাই দায়িত্বজ্ঞানহীন যে তিনি সিনেমা সম্পূর্ণ করেননি।
ঋষির দাবি, গত দু বছরে ‘জগ্গা জাসুস’-এর মুক্তি বারবার আটকেছে। ক্রমাগত দেরী হয়েছে সিনেমাটি সম্পূর্ণ করতে। এজন্য তিনি পরিচালককেই দায়ী করেছেন।
ঋষির অভিযোগ, অনুরাগের সঠিক পরিকল্পনার অভাব রণবীরকেও ভুগতে হয়েছে। তিনি বলেছেন, হতে পারে যে অনুরাগ বড় পরিচালক। কিন্তু তিনি দায়িত্বজ্ঞানহীন। এজন্য কেউ তাঁর সঙ্গে কাজ করতে পছন্দ করেন না।
গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে মুক্তি পায়নি ‘জগ্গা জাসুস’। প্রযোজকদের কাছে যা খুবই ক্ষতিকারক হয়েছে। ঋষি বলেছেন, উপসাগরীয় দেশগুলিতে সিনেমার প্রিন্ট সঠিক সময়ে পাঠানো যায়নি। তাই মুক্তি আটকে যায়। এটা একেবারেই অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন ঋষি।
বলিউডের এই প্রবীণ অভিনেতা বলেছেন, একটা সিনেমার সঙ্গে যুক্ত থাকে অর্থনীতি ও অঙ্কও। সবকিছুই সৃষ্টিশীলতার ওপর নির্ভর করে না বলেও মন্তব্য করেছেন ঋষি।
‘জগ্গা জাসুস’-এর ব্যর্থতায় ক্ষোভ, অনুরাগ দায়িত্বজ্ঞানহীন পরিচালক, তোপ ঋষি কপূরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2017 01:46 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -