মুম্বই: অবশেষে মুক্তির দিন ঘোষণা হল প্রয়াত বলিউড তারকা ঋষি কপূরের (Rishi Kapoor) শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর (Sharmaji Namkeen)। এদিন বলিউড অভিনেত্রী জুহি চাওলা, ফারহান আখতার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির মুক্তির দিন ঘোষণা করেন। সঙ্গে জানা গেল ছবিটি সিনেমা হলে নাকি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। 


এদিন ফারহান আখতার (Farhan Akhtar), জুহি চাওলা (Juhi Chawla) নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'শর্মাজি নমকিন' ছবির দুটি পোস্টার শেয়ার করেছেন। ছবি পোস্ট করে তাঁরা জানিয়েছেন প্রয়াত ঋষি কপূরের (Rishi Kapoor) শেষ ছবি সিনেমা হলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। সঙ্গে লেখেন, 'আ রহে হ্যায় শর্মাজি, হামারে লাইফ মে লাগানে তড়কা। আগামী ৩১ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই ছবি'। এই ছবিতে ঋষি কপূর ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জুহি চাওলা, সতীশ কৌশিক, শিবা চাড্ডা, ইশা তলওয়ার, তারুক রায়না প্রমুখ অভিনেতাদের। এছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পরেশ রাওয়ালও (Paresh Rawal)। জানা যাচ্ছে, এই ছবিতে ঋষি কপূর এবং পরেশ রাওয়াল একই চরিত্রে অভিনয় করেছেন। দুই তারকাকে একই চরিত্রে দেখা যাবে, এমন ছবি প্রথমবার হিন্দি ভাষায় দেখা যেতে চলেছে। সারা বিশ্ব জুড়ে প্রায় ২৪০টি দেশে মুক্তি পাবে এই ছবি। হিতেশ ভাটিয়া এই ছবি প্রযোজনা করছেন ফারহান আখতার, রীতেশ সিদওয়ানি, হানি তেহরান এবং অভিষেক চৌবে।


আরও পড়ুন - Kajol Updates: কেন ইনস্টাগ্রামে নেই রানি মুখোপাধ্যায়? প্রশ্ন শুনে এ কী উত্তর কাজলের!




করোনা পরিস্থিতিতে লকডাউন চলার মধ্যেই প্রয়াত হন বলিউড অভিনেতা ঋষি কপূর। ২০২০ সালের এপ্রিলে ৬৭ বছর বয়সে পরলোকগমন করেন তিনি। টানা দু বছর তিনি লিউকেমিয়া বা রক্তের ক্যানসারে ভুগছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।