আবীর ইসলাম, বোলপুর : আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও খুলল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল (Visbharati University Hostel)। আদালতের নির্দেশের ২৪ ঘণ্টা পরেও খুলল না হস্টেল। তালাবন্ধ সেন্ট্রাল অফিস (Central Office) এবং সেন্ট্রাল লাইব্রেরিও (Central Library)। টানা দশদিন ধরে অবস্থান বিক্ষোভ ছাত্রদের। রেজিস্ট্রারের অফিসের সামনে চলছে বিক্ষোভ।


বিক্ষোভকারী পড়ুয়ারা টানা ১০ দিন ধরে তাঁদের তিন দফা দাবিতে অনড়। রেজিস্টারের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ করছেন। অন্যদিকে সেন্ট্রাল অফিসের বাইরে কর্মীরা দাঁড়িয়ে পড়েন । তালা বন্ধ সেন্ট্রাল অফিস, সেন্ট্রাল লাইব্রেরি ও সমস্ত হস্টেল ।


বিক্ষোভকারী দুই ছাত্র, বিশ্বভারতী ছয় জন সদস্য ও দু'জন পুলিশ কর্মী নিয়ে একটি টিম গঠন করে সমস্ত হস্টেলের তালা খোলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । কর্তৃপক্ষ নির্দেশ অমান্য করে কর্মীদের বাইরে দাঁড় করিয়ে রেখেছে, নিজেরাই তালাবন্ধ করেছে । তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ ।


আরও পড়ুন ; তিন দিন পরেও উত্তাল বিশ্বভারতী, হস্টেল খোলার দাবিতে অনড় পড়ুয়ারা


অন্যদিকে সেন্ট্রাল অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা বিশ্বভারতী কর্মীদের বক্তব্য, ঢুকতে পারছি না অফিসে। আর কেউ ভিতরেও যাচ্ছেন না। তাই আমরাও বাইরেই আছি। কিছুই বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে । আমাদের সিনিয়ররা সবাই বাইরে আছেন । যদিও সকাল থেকেই সেন্ট্রাল অফিসের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ ।


প্রসঙ্গত, এর আগে বিক্ষোভকারী দুই ছাত্র, বিশ্বভারতী ছয় জন সদস্য ও দু'জন পুলিশ কর্মী নিয়ে একটি টিম গঠন করে সমস্ত হস্টেলের তালা খোলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তালা ভেঙে ঘর খুলে হস্টেল সচল করার নির্দেশ দিয়েছিল আদালত। পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী পড়ুয়াদের ঘর বরাদ্দ করার নির্দেশও দেওয়া হয়। তারপর আজ এই পরিস্থিতি দাঁড়ায়।