মুম্বই: মাত্র কয়েক মাস আগের কথা। কর্কট রোগই কেড়ে নিয়েছিল কপূর খানদানের আরেক সদস্যের প্রাণ। তিনি রীতু নন্দা। সম্পর্কে ঋষি কপূরের দিদি, রাজ কপূরের মেয়ে। রণধীর, ঋষি, রাজীবের দুই বোন রীমা ও রীতু।
রীতু নন্দাও দীর্ঘদিন ক্যান্সারে ভুগেছিলেন। তিনি চলে যাওয়ার পরও শোকার্ত হয়ে পড়েছিলেন ঋষি। এক শোকবার্তায় বলেছিলেন, দু সপ্তাহ পরই রীতুর ৫১ তম বিবাহবার্ষিকী ছিল। বোধ হয় স্বর্গীয় স্বামীর সঙ্গেই দিনটি উদযাপন করতে চাইছিলেন দিদি। তাই চলে গেলেন।
রীতু ছিলেন উদ্যোগপতি। ক্যান্সারে আক্রান্ত হবার পর আমেরিকায় গিয়ে বহুদিন চিকিৎসাও হয় তাঁর। কিন্তু সেই রোগই এ বছর জানুয়ারিতে কেড়ে নেয় তাঁর প্রাণ। ৭ বছর মারণ রোগের সঙ্গে লড়াই চালিয়েছিলেন রীতু। তারপর দিল্লিতে মারা যান তিনি। ২০১৮য় মারা যান তাঁর ব্যবসায়ী স্বামী রঞ্জন নন্দা।
বৃহস্পতিবার সকালে প্রয়াত হন ঋষি কপূর। শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমকে তাঁর বড় ভাই অভিনেতা রণধীর কপূর তাঁর প্রয়াণের খবর জানান। দীর্ঘ দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি।