নয়াদিল্লি: আইপিএলে (IPL 2023) ইতিমধ্যেই ১৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এবারের আইপিএলে কোনও ব্যাটার শতরান না হাঁকালেও, শিখর ধবন, রিঙ্কু সিংহ, নিকোলাস পুরানের মতো ব্যাটাররা নিজেদের দুরন্ত কয়েকটি ইনিংসে সকলেরই নজর কেড়েছেন। এছাড়া বিরাট কোহলি (Virat Kohli), ডেভিড ওয়ার্নারের (David Warner) মতো তারকারাও ধারাবাহিক পারফর্ম করে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন।
ডেভিড ওয়ার্নার এ মরসুমে নিজের সেরা ছন্দে নেই। তাঁকে স্বভাবচিত আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে দেখা যাচ্ছে না। তবে নিজের সেরা ফর্মে না থাকলেও, ওয়ার্নার কিন্তু রান করা থামাননি। তাঁর স্ট্রাইক রেট কমেছে বটে, কিন্তু এই আইপিএলেও ৫২.২৫ গড়ে রান করেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের মন্থরতম অর্ধশতরানটি করেন ওয়ার্নার। তিনি ৪৭ বলে ৫১ রানের একটি ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদে দিল্লিকে ম্যাচ জেতাতে না পারলেও, এক ধাক্কায় আইপিএলের 'অরেঞ্জ ক্যাপ' অর্থাৎ সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ওয়ার্নার।
এক নজরে আইপিএলের 'অরেঞ্জ ক্যাপ'-র দৌড়ে থাকা খেলোয়াড়দের তালিকা:-
শিখর ধবন- সদ্যই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৬ বলে অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেছেন বাঁ-হাতি অভিজ্ঞ তারকা ব্যাটার ধবন। এই ইনিংসের সুবাদেই তিনি মোট ২২৫ রান করে এই তালিকার শীর্ষে রয়েছেন। টুর্নামেন্টে এখনও মাত্র একবারই আউট হয়েছেন ধবন। তাঁর স্ট্রাইক রেট ১৪৯।
ডেভিড ওয়ার্নার- ধবনের থেকে এক ম্যাচ বেশি খেলে ওয়ার্নার মোট ২০৯ রান করেছেন। অজি তারকা ব্যাটারের গড় ৫২.২৫, তবে স্ট্রাইক রেট অনেকটাই কম, মাত্র ১১৪.৮৩। ওয়ার্নার চারটি ইনিংসের তিনটিতেই অর্ধশতরান হাঁকিয়েছেন।
রুতুরাজ গায়কোয়াড়- গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চলতি আইপিএলের উদ্বােধনী ম্যাচে ৫০ বলে ৯৩ রান করেছিলেন রুতুরাজ। তাঁর মোট সংগ্রহ ১৮৯ রান। সিএসকে তারকার ব্যাটিং গড় ৯৪.৫০ এবং স্ট্রাইর রেট ১৬১.৫৩।
ফাফ ডুপ্লেসি- আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসিও কিন্তু চোখধাঁধানো ফর্মে রয়েছেন। তিন ইনিংসে দুইটি অর্ধশতরানসহ ডুপ্লেসি মোট ১৭৫ রান করেছেন। প্রোটিয়া তারকার স্ট্রাইক রেট ১৭৩.২৬।
বিরাট কোহলি- এই তালিকায় আপাতত পঞ্চম স্থানে রয়েছেন ডুপ্লেসির আরসিবি সতীর্থ তথা আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি। তিনি ৮২-র গড়ে এখনও পর্যন্ত মোট ১৬৪ রান করেছেন।
আরও পড়ুন: বড় শট মারার লক্ষ্যে ডান হাতে ব্যাট করলেন ওয়ার্নার, অজির কর্মকাণ্ডে বিস্মিত নেটপাড়া