মুম্বই: প্রয়াত হলেন বিখ্যাত অভিনেত্রী রীতা ভাদুড়ি। বয়স হয়েছিলেন ৬২ বছর। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। আজ ভোরে মারা গিয়েছেন রীতা।

[embed]https://twitter.com/ANI/status/1019072635676844032?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1019072635676844032&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Ftelevision%2Frita-bhaduri-passes-away-at-62-heres-all-you-need-to-know-about-the-nimki-mukhiya-actress-915035[/embed]

শেষবার রীতাকে দেখা গিয়েছে স্টার ভারতের টিভি শো নিমকি মুখিয়া-তে ইমর্তি দেবীর চরিত্রে। ১০ দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাজি ছবি অভিনেতা শিশির শর্মা রীতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, তাঁর মত আরও অনেকে হারালেন নিজের মাকে।


টেলিভিশনের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন রীতা। ১৯৭০-৯০- এই সময়ে বলিউডি ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে তাঁকে। শাওন কো আনে দো আর রাজা ছবি তাঁকে বিশেষ জনপ্রিয়তা এনে দেয়।