ক্যাটরিনার জন্মদিনে শাহরুখ পোস্ট করলেন জিরো-তে তাঁর ছবি
ABP Ananda, Web Desk | 17 Jul 2018 08:39 AM (IST)
মুম্বই: গতকাল ছিল ক্যাটরিনা কাইফের জন্মদিন। সোশ্যাল মিডিয়া উপচে পড়ে শুভেচ্ছা বার্তায়, বাদ যাননি বলি তারকারাও। এই উপলক্ষ্যে শাহরুখ খান প্রকাশ করলেন আগামী ছবি জিরো-তে ক্যাটরিনার একটি ছবি। ক্যাটকে তাঁর চরিত্রবিরোধীভাবে অত্যন্ত রাগী ও সিরিয়াস দেখাচ্ছে। শাহরুখ ছবি পোস্ট করে লিখেছেন, আমার কাছে ওর অনেক সুন্দর সুন্দর ছবি রয়েছে কিন্তু এই ছবিটি সৌন্দর্যের চেয়েও আরও বেশি কিছু বলছে। আমার আশা, আপনাদেরও এটি ভাল লাগবে। এসআরকে আরও লিখেছেন, আমরা জানি, ও সুন্দরী। আমাদের হৃদয় হরণ করেছে। যখন নাচ করে তখন মনে হয় ওকে কেউ দেখছে না। এমনভাবে থাকে, যেন মাটিতেই রয়েছে স্বর্গ। কিন্তু আমরা শিল্পীরা সব সময় এমন চরিত্রের জন্য অপেক্ষা করি যা সৌন্দর্যের থেকেও অন্য কিছু বলে। তাই আমার বন্ধুর জন্মদিনে তাঁর নতুন এক চেহারার সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি আমি। সম্ভব হলে ওকে জিজ্ঞেস করুন, এত সিরিয়াস কেন..।