কলকাতা: নিজের মতামত নিয়ে বরাবরই স্পষ্টবক্তা তিনি। জীবন যাপন হোক, সমাজের প্রচলিত ধারণা হোক বা ব্যক্তিগত ভাবনা, নিজের কথা চিরকালই স্পষ্ট করে তুলে ধরে সবার সামনে। আর আগামী ছবির মুক্তির আগে যে নয়া উদ্যোগ তিনি নিয়েছেন, তা সচরাচর দেখা যায় না বললেই চলে।
তিনি অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)-র নায়িকা। ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)। এই ছবি নিজের শর্তে বাঁচার কথা বলে, নিজেকে ভালবাসতে বলে। রোগা বা মোটা, চেহারা যেমনই হোক না কেন, তার সঙ্গে সম্পর্ক নেই ফ্যাশনের। নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলাই ফ্যাশন। সেই গল্পই বলে এই ছবি। আর ১২ মে, অর্থাৎ ছবি মুক্তির আগে অভিনব এক ফটোশ্যুট সারলেন ঋতাভরী।
এই ফটোশ্যুটের জন্য তিনি বেছে নিয়েছেন তাঁর সেইসব সঙ্গীদের, যাঁদের কখনও না কখনও তাঁদের চেহারার জন্য সমাজে হেনস্থা বা কটাক্ষের শিকার হতে হয়েছে। কেউ হয়তো একটু বেশি রোগা, বা একটু বেশি মোটা... আর সেই নিয়েই সমাজের মাথাব্যথার কথা বহুবার শুনতে হয়েছে তাঁদের। কিন্তু সেই সমস্ত প্রতিবন্ধকতাকে উড়িয়ে নিজেদের শর্তে বাঁচেন তাঁরা।
একগুচ্ছ ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'ফ্যাশন মানে রোগা কিম্বা মোটা নয়, ফ্যাশন মানে নিজের সুন্দরভাবে সাজানো। ফাটাফাটি মুক্তির আগে, আসুন আমার মেয়েদের দলের সঙ্গে আপনাদের দেখা করাই যাঁরা নিজেদের শরীরকে নিয়ে যাবতীয় প্রশ্ন সরিয়ে রেখে, রোজ জীবনযুদ্ধে জিতে যাচ্ছে। এই সমস্ত অভিনেত্রী, মডেল ও ইনফ্লুয়েন্সরদের সঙ্গের ফটোশ্যুটটা আমার কাছে ভীষণ ভীষণ ভাল লাগার, মনে রাখার মতো ও। রোজ এঁরা সমাজের অনর্থক কথাকে এড়িয়ে যান। এটা রোজ আমাদের উজ্জীবিত করেন। ওঁদের জীবনটা ফাটাফাটি। ফাটাফাটি আমার, আপনার, সবার গল্প।'
আরও পড়ুন: Dream Interpretation : স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?