কলকাতা: 'ফাটাফাটি' খবর নিয়ে হাজির ছবির নির্মাতারা। ঘোষণা করা হল ছবির মুক্তির তারিখ। বড়পর্দায় ফের একবার 'উইন্ডোজ প্রোডাকশন'-এর (Windows Production) সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। কবে মুক্তি পাচ্ছে 'ফাটাফাটি' (Fatafati)?


'ফাটাফাটি' ছবির মুক্তির তারিখ প্রকাশ্যে


এবারের গরমের ছুটি কাটবে ফাটাফাটি। কারণ 'ফাটাফাটি' মুক্তি পাচ্ছে গ্রীষ্মকালে (Summer Release)। ১২ মে মুক্তি পাচ্ছে ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি।


'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও' ছবিদুটির বিপুল সাফল্যের পর পরিচালক অরিত্র মুখোপাধ্যায় তাঁর তৃতীয় ছবি নিয়ে একেবারে তৈরি। 'উইন্ডোজ'-এর ব্যানারে মুক্তি পাবে 'ফাটাফাটি'। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও (Swastika Dutta)। 


 






প্রসঙ্গত, এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মার্চ মাসে। তবে ছবির মুক্তির নতুন তারিখ স্থির করা হয়েছে। উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটির পর এটা অরিত্র ও জিনিয়া দির সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি এবং ওঁদের সঙ্গে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে যা আমি খুবই উপভোগ করি। গ্রীষ্মের মুক্তি নিয়ে আমি খুবই উত্তেজিত এবং মানুষ আমাদের কঠিন পরিশ্রম বড়পর্দায় ভালবাসবেন বলেই আশা করি।'


আরও পড়ুন: Binodiini-Ekti Natir Upakhyan: রুক্মিণীর সঙ্গে যোগ দিলেন চার তাবড় তারকা, প্রকাশ্যে 'বিনোদিনী'র স্টারকাস্ট


প্রসঙ্গত, এই ছবির শ্যুটিংয়ের আগে তিনটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরীর। আর শারীরিক কারণেই বেশ কিছুটা ওজন বেড়ে যায় তাঁর। এরপর এই ছবির কারণে সেই ওজন বেড়ে যাওয়াকে কেবল ধরে রাখা নয়, আরও কিছুটা ওজন বাড়াতে হয়েছিল ঋতাভরীকে। ছবির শ্যুটিং চলাকালীন এবিপি লাইভকে ঋতাভরী জানিয়েছিলেন, বৃদ্ধি পাওয়া ওজনকে ধরে রাখার জন্য খাবার রুটিনে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে তাঁকে। ভাত বা মিষ্টিজাতীয় খাবার এইসময় ডায়েট তালিকায় রেখেছিলেন তিনি। নিয়মিত শরীরচর্চা ঋতাভরীর নেশা। তবে এইসময় শরীরচর্চার সময় কমিয়ে দিয়েছিলেন তিনি। কেবল ফিট থাকার জন্য যেটুকু প্রয়োজন ততটাই শরীরচর্চা করতেন ঋতাভরী। নতুন পোস্টার মুক্তি পাওয়ার পরে ঋতাভরী জানিয়েছেন, 'ফাটাফাটি'-র জন্য ২৫ কিলো ওজন বাড়িয়েছিলেন তিনি। তন্বী ঋতাভরী কেবল এই ছবিতে অভিনয় করার জন্যই কার্যত চ্যালেঞ্জ জানিয়েছিলেন নিজের শরীরকে। করোনার কারণে এই ছবির শ্যুটিং কিছুটা পিছিয়েও যায়। ফলে বেশ দীর্ঘ সময় ধরে এই ওজন ধরে রাখতে হয়েছিল নায়িকাকে যা সহজ ছিল না একেবারেই।