কলকাতা: দেশজুড়ে 'ফাটাফাটি' মুক্তি (Fatafati Pan India Release)। মঙ্গলবার রাতে ঘোষণা করা হল ছবির নির্মাতাদের তরফে। অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত এই ছবি ইতিমধ্যেই বেশ প্রশংসিত হচ্ছে কলকাতার দর্শকদের কাছে।


দেশজুড়ে মুক্তি পাচ্ছে 'ফাটাফাটি'


১২ মে কলকাতায় মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি 'ফাটাফাটি'। প্লাস সাইজ (Plus Size) মডেল, ফ্যাশন ইনফ্লুয়েন্সার (Fashion Influencer) ফুল্লরার লড়াইয়ের গল্প বেশ ভালবাসছেন কলকাতার দর্শক। এবার নির্মাতাদের তরফ থেকে ভাগ করে নেওয়া হল আরও এক সুখবর। দেশজুড়ে মুক্তি পাচ্ছে 'ফাটাফাটি'।                                                       


 



২৬ মে, অর্থাৎ আগামী শুক্রবার প্যান ইন্ডিয়া মুক্তি পাবে এই ছবি। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, পুণে ও গুয়াহাটিতে মুক্তি পাবে এই ছবি। 'উইন্ডোজ' প্রোডাকশনের পক্ষ থেকেই খবর প্রকাশ্যে আসে। এরপর ছবির সকল তারকাও সেই খবর শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। ইতিমধ্যেই বিদেশে এই ছবির স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। 




" target="_blank">



আরও পড়ুন: Vitamin D Deficiency: মানবদেহে ভিটামিন ডি-এর ঘাটতি হলে কোন কোন প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান হবে?


প্রসঙ্গত, 'ফাটাফাটি' ছবির হাত ধরে চন্দননগরে ফের খোলে একটি সিঙ্গলস্ক্রিন। সেই প্রেক্ষাগৃহের উদ্বোধনে ছবি মুক্তির দিন হাজির হন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। 


আরও দেখুন: Fatafati Film: বড়পর্দায় ঋতাভরী-আবির জুটির ছবি 'ফাটাফাটি', কেমন হল ছবি | ABP Live Exclusive


নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ফাটাফাটি'। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও..'-এর পর পরিচালকের এটি তৃতীয় ছবি। মুখ্য চরিত্রে ঋতাভরী চক্রবর্তী। যাঁরা সিনেমাটি দেখে ফেলেছেন তাঁরা ইতিমধ্যেই জানেন ছবির গল্প আবর্তিত হয়েছে ফুল্লরা ভাদুড়ি নামের এক মহিলাকে ঘিরে। মফঃস্বলের এক মহিলা দর্জি সে, যাঁর ডিজাইনের আইডিয়া অত্যন্ত প্রখর। কিন্তু তাঁকে সকলের হাসির পাত্রী হতে হয় তাঁর ভারি চেহারার জন্য। হাজার ধরনের বাধা বিপত্তি পেরিয়ে, শুধুমাত্র নিজের প্রতিভার ওপর ভর করে কি তিনি 'ফ্যাশন ইনফ্লুয়েন্সার' হয়ে উঠতে পারবেন? কী বার্তা দেবেন তিনি জনসাধারণকে?