কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি, 'এফআইআর'। প্রচারের কাজে হামেশাই তাই এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে তাঁকে। তবে প্রিয় একরত্তিদের জন্য তিনি সময় বের করবেন না সেটা কী করে হয়? নতুন জামা নিয়ে তাঁর 'আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম'-এ পৌঁছে গেলেন ঋতাভরী চক্রবর্তী। শিশুদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন জামা, খাবার এবং আনন্দ।
'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম' নামে একটি স্কুলের দায়িত্ব নিয়েছেন ঋতাভরী। সেখানে বিশেষভাবে সক্ষম শিশুদের পঠন-পাঠনের ব্যবস্থা রয়েছে। তবে কেবল পঠন-পাঠন নয়, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ওইসব কচিকাঁচাদের মধ্যে পৌঁছে যান ঋতাভরী। তাঁদের নিয়েই কাটে ঋতাভরীর বিশেষ দিনগুলি। বাদ গেল না এবারের দুর্গাপুজোও। এবারও পুজোর শুরুতে নিজের স্কুলে পৌঁছে গেলে ঋতাভরী। ছোটদের হাতে তুলে দিলেন নতুন পোশাক। সোশ্যাল মিডিয়ায় ছোটদের সঙ্গে পুজো উৎযাপনের ছবি শেয়ার করেছেন ঋতাভরী। হলুদ পোশাকে ঋতাভরীকে যথারীতি ঝলমলে দেখাচ্ছিল। ছবি শেয়ার করে ঋতাভরী জানালেন, আজ তাঁর স্কুলের ছোটদের নতুন জামা পরার দিন। সেইসঙ্গে এদিন স্কুলে আয়োজন করা হয়েছিল কবিতা ওয়ার্কশপেরও। কচিকাঁচাদের সঙ্গে হাত মিলিয়ে কেক কাটেন ঋতাভরী। সবার হাতে তুলে দেন নতুন পোশাক, খাবার। করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল। ছোটদের থেকে দূরে থাকার মনখারাপ বারবার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ঋতাভরী। তবে আজ করোনাবিধি মেনেই স্কুলে সমস্ত আয়োজন করেছিলেন ঋতাভরী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেন ঋতাভরী। সেখানে তিনি আলাপ করিয়ে দেন এক টেডি বিয়ারের সঙ্গে। কখনও হাতপাতালের বেডে আবার কখনও বিদেশ সফরে, ঋতাভরী কাছ ছাড়া করেন না নিজের এই টেডি বিয়ার, থুড়ি প্রিয় বন্ধুটিকে। সম্প্রতি দুটি অস্ত্রোপচার ও গুরুতর শারিরীক অসুস্থতা পার করে এসেছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় এই কঠিন সময়ের কথা লিখেওছিলেন নায়িকা। হাসপাতালের বেডে প্রিয় টেডিবিয়ারকে জড়িয়ে শুয়ে রয়েছেন অসুস্থ ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটিও ভাগ করে নিয়েছেন তিনি। স্বীকার করছেন, ভালো থেকে খারাপ, প্রত্যেকটা সময় ঋতাভরীর পাশে থেকেছে এই মিষ্টি টেডিই।