কলকাতা: রাজ্যে আজও সাতশোর কোটায় করোনা সংক্রমণ। শুক্রবার প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৮৪ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৭৪,৮০১ জন। শুক্রবারের সরকারি হিসেবে এদিনে রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৬২৫। যা গতকালের তুলনায় ৩২ জন বেশি।


এই সময় পর্বে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১৩ জনের। অর্থাৎ আজ বেশ কিছুটা কমেছে দৈনিক মৃতের সংখ্যা। আজ পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,৮৮২ জন। 


স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। বেশ কয়েক সপ্তাহ ধরেই এই সংখ্যাটা একই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪৬ জন। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫,৪৮,২৯৪ জন। 


আজও সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে কলকাতা। কলকাতায় একদিনে সংক্রমিত ১৫৮ জনের। ১ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিন সংক্রমিত ১২৮ জন। মৃত্যু হয়েছে ২ জনের।  


অন্যদিকে, দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ লক্ষ ছাড়াল। তবে কমেছে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৫৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৭১ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ১২৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ১৫ হাজার ৫৬৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ২২১। যা গত ৭ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ২৫ হাজার ২২১ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৯৬৩ জন। 


আরও পড়ুন: Kali Puja Fire crackers: কালীপুজোয় বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারির আবেদন, হাইকোর্টে দায়ের মামলা