কলকাতা: শোকের ছায়া অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) বাড়িতে। প্রায় সাড়ে ৯ বছর একসঙ্গে, এক বাড়িতে বাস করার পর, সঙ্গ ছাড়ল তাঁর প্রিয় পোষ্য, বুঁচকি (Pet Dog Death)। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই জানালেন, আজই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বুঁচকি।
হারালেন প্রিয় পোষ্যকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঋতাভরীর
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন ঋতাভরী। সেই ভিডিও তাঁর প্রিয় পোষ্য বুঁচকির সঙ্গে কাটানো নানা মুহূর্তের কোলাজ। দেখা মিলবে অভিনেত্রীর মা, পরিচালক শতরূপা সান্যালেরও। খুনসুটি, আদরে ভরা নানা মুহূর্তের দেখা মিলেছে সেখানে। ভিডিওর ওপরে লেখা, 'আমাদের সন্তান, বুঁচকি (৩১.০১.২০১৫ - ১৭.০৯.২০২৪)'।
ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কত আনন্দ দিয়েছিস আমাদের সোনা। যেখানেই থাকিস খুব ভাল থাকিস। স্বর্গ নিশ্চয়ই আজ তোকে পেয়ে আনন্দ উৎসবে মেতেছে। আমরা তোকে খুব ভালবাসি আর খুব মিস করছি। শান্তিতে ঘুমিও বুঁচকি।' অভিনেত্রীর পোস্টে দুঃখ প্রকাশ করে ভালবাসা পাঠিয়েছেন অপর অভিনেত্রী মিমি চক্রবর্তী। পরিবারের সদস্য চলে যাওয়ার কষ্ট বিশাল, তা অনুভব করেছেন কিছু অনুরাগীও। একজন লেখেন, 'এটা একটা কষ্টকর অনুভূতি... ওদের মতো একজন বন্ধুকে হারিয়ে ফেলা... আত্মার শান্তির কামনা করি... যেখানেই থাকবে খুব ভাল থাকবে।' আবার একজন উদ্বেগ প্রকাশ করে লিখলেন, 'মাত্র ন'বছর বয়সেই.... কেন? কী হয়েছিল ওর? পরিবারের সদস্য হারিয়ে যাওয়ার বেদনা মর্মান্তিক।' কেউ আবার একাত্ম বোধ করলেন অভিনেত্রীর এই যন্ত্রণার সঙ্গে। লিখলেন, 'আমি ঠিক এই পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছি... ১৩ তারিখ আমার সন্তান আমাকে ছেড়ে গিয়েছে... এই যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারছি না। প্রত্যেকটা দিন ওকে ছাড়া খুব শূন্য।'
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোষ্য প্যারিসের ছবি পোস্ট করেন রূপাঞ্জনা। ক্যাপশনে জানান পোষ্যের মৃত্যুর কথা। অভিনেত্রী লিখেছিলেন, 'আজ, আমি আমার প্রিয় প্যারিসকে বিদায় জানালাম, যে আমার সঙ্গে ছিল সুন্দর ১৫টা বছর ধরে। শুধু পোষ্যর থেকে অনেক বেশি ছিল ও, আমার সর্বক্ষণের সঙ্গী ছিল, সারাক্ষণ শর্তহীন ভালবাসা ও আনুগত্যের সঙ্গে। প্যারিস, আমার মিষ্টি পাগ, তোকে কত মিস করব ভাষায় বোঝাতে পারব না, কিন্তু যে আনন্দ ও স্মৃতি আমার জীবনে তুই নিয়ে এসেছিলি তা চিরকাল আমার সঙ্গে থাকবে। শান্তিতে থাকিস, আমার ছোট্ট প্রিয় বন্ধু। আমি প্রচণ্ড ভালবাসি তোকে! আবার দেখা হওয়া পর্যন্ত।' সঙ্গে তিনি জানান পোষ্যের ভাল নাম প্যারিস হলেও আদর করে তার ডাকনাম রেখেছিলেন ফুন্টুবালা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।