কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar News) উত্তাল গোটা দেশ ও রাজ্য। সাধারণ মানুষ অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন যে কী রায় দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court) আজ, মঙ্গলবার এই মামলার। আর তার আগেরদিন, সোমবারই একটি অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ঊষা উত্থুুপের (Usha Uthup) সঙ্গে দেখা হল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে দেখে শিল্পীর প্রশ্ন, 'আদালতে যাননি কেন?' আর কী কথা হল তাঁদের?


'আপনি আজ এই অনুষ্ঠানে কী করছেন?' প্রধান বিচারপতিকে প্রশ্ন ঊষা উত্থুপের 


ভারতের প্রধান বিচারপতির সামনে আরজি কর মামলা নিয়ে প্রশ্ন তুললেন সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তিনি বলেন, 'আপনি আজ এই অনুষ্ঠানে কী করছেন? আদালতে যাননি কেন? আরজি কর কেস নিয়ে আপনি আপনার রায় কখন জানাবেন?' প্রধান বিচারপতিকে গতকাল এই প্রশ্নও করেন ঊষা উত্থুপ। সারা বিশ্ব এই মামলার দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেন সঙ্গীতশিল্পী।                                                                                         


 



আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বিচারের দাবিতে পথে জুনিয়র ডাক্তারের পাশাপাশি সাধারণ মানুষও। রয়েছেন একাধিক তারকা। অনের শিল্পীই তাঁদের শিল্পকেই হাতিয়ার করেছেন প্রতিবাদের। এই আবহেই নির্যাতিতা চিকিৎসকের সুবিচারের দাবিতে এবার গান গাইলেন ঊষা উত্থুপ। মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও। যার নাম দেওয়া হয়েছে 'জাগো রে'।


আরও পড়ুন: New Kolkata Police Commissioner : কলকাতার নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা রাজ্যের, কোন দায়িত্ব বিনীতকে ?


সুবিচারের দাবিতে তৈরি বিশেষ এই মিউজিক ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, এক তরুণী গলায় তুলে নিচ্ছেন স্টেথোস্কোপ। পরছেন অ্যাপ্রন। রোগীদের সেবা দিতে দিতে, কিছু বুঝে ওঠার আগেই নিভে গেল তাঁর জীবনের আলো। আর ঠিক সেখান থেকেই মোমবাতির আলো জ্বেলে, সমাজকে জেগে ওঠার বার্তা দেওয়া হচ্ছে গানের মাধ্যমে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।