কলকাতা: পরপর দুটো বড় অসুস্থতা, অস্ত্রোপচার, আবার তার মধ্যেই কাজ চালিয়ে যাওয়া। সময়টা নেহাত সহজ ছিল না অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর জন্য। কিন্তু তারপরেও চেহারার বদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'এফআইআর'। অসুস্থতা নিয়েই একাধিক বিজ্ঞাপনী সংস্থার জন্য শ্যুটিং করেছেন তিনি। আর এবার সোশ্যাল মিডিয়ার দেওয়ালেই নিজের মনের কথা তুলে ধরলেন নায়িকা।
ঋতাভরী চক্রবর্তী ফিটনেস ফ্রিক। ঋতাভরী চক্রবর্তী স্পষ্টবক্তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বস্ত্র বিপণী সংস্থার জন্য করা বিজ্ঞপনের ঝলক তুলে ধরেছেন তিনি। সেইসঙ্গে লিখেছেন, 'এই বিজ্ঞাপনটা আমি আমার দ্বিতীয় সার্জারির পরে শ্যুট করেছিলাম। আর শরীর নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। যে সমস্ত মহিলারা তাঁদের শারীরিক পরিবর্তন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তাঁদের বলছি, তুমি সুন্দর। আর বাকি সমস্ত মানষ, যাঁরা আমায় ভালোবেসেছেন, তাঁদের ধন্যবাদ।'
পুজোয় মুক্তি পাচ্ছে ঋতাভরীর নতুন ছবি 'এফআইআর'। নতুন ছবি নিয়ে আগ্রহী নায়িকাও। একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবির ছোট ছোট ঝলক ভাগ করে নিয়েছেন ঋতাভরী। তবে পোস্টার থেকে শুরু করে ট্রেলার, রহস্য ও রোমাঞ্চে ভরা ঋতাভরীর নতুন ছবি। 'এফআইআর' ছবিতে ঋতাভরীর চরিত্রের নাম এশা চক্রবর্তী।
অন্যদিকে আপাতত কোচিতে রয়েছেন ঋতাভরী। অমিতাভ বচ্চনের সঙ্গে এই প্রথম পর্দা ভাগ করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে উচ্ছাস প্রকাশও করেছেন ঋতাভরী। শুধু এই নয়, আপাতত একাধিক বিজ্ঞপনী শ্যুটে ব্যস্ত টলিউডের অভিনেত্রী।
কেবল অভিনয় নয়, শারিরীক অসুস্থতার চ্যালেঞ্জ নিয়েই পড়াশোনা চালিয়ে গিয়েছেন ঋতাভরী। কিছুদিন আগেই 'ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে 'অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম' বিষয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন ঋতাভরী। হাসপাতালের বিছানায় বসেও অনলাইনে ক্লাস করতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর লেখায় উঠে এসেছিল সেইসব কঠিন সময়ের কথা। সব পেরিয়েও, নিজের জায়গায় নিজেকে সেরা প্রমাণ করেছিলেন ঋতাভরী।