কলকাতা: ঘরের বিছানায় বসে বই পড়তে মগ্ন ঋতাভরী চক্রবর্তী। কিন্তু কেবল তিনি আর বই নয়, বিছানায় ছড়ানো রয়েছে ৩ বাক্স পিৎজা। সঙ্গে থাকা থালাতেও পিৎজা। মজার এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করলেন ঋতাভরী।


আজ ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'তোমাদের কথা আমি বলতে পারব না, কিন্তু আমার লকডাউন কেবলমাত্র ইনস্টা ফিটনেস ফ্রেন্ডলি কেটেছে। কেন! কেন খাবার আমায় এত শান্তি দেয়?' ঋতাভরীর এই ছবিতে অনেকেই পিৎজা খাওয়ার ইচ্ছার করা জানিয়েছেন। একজন অনুরাগী আবার মজা করে লিখেছেন, 'রাক্ষস হয়ে গেছো মনে হচ্ছে'। অনেকে লিখেছেন, তাঁদের লকডাউনও এমন করেই খেয়ে আর ঘুমিয়ে কেটেছে।


এর কিছুক্ষণ পরেই অন্য একটি ছবি আপলোড করেন ঋতাভরী। সেই ছবিতে সাদা কালো পোশাকে চিরপরিচিত হাসিতে ঝলমল করছেন ঋতাভরী। সেই ছবিতে ঋতাভরী ঠোঁটের কাছে একটি আঙুল ছুঁইয়ে রেখেছেন। ছবির ক্যাপশানে লেখা, 'বেশ। এবার শুধু আঙুল খাব, পিৎজা খাব না।' অনুরাগীতে যথারীতি তাঁর ছবিতে ভালোবাসা উপচে দিয়েছেন।


সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে 'অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম'-এ সেরার শিরোপা জিতে নিয়েছেন ঋতাভরী। ২০২০ থেকে ২০২১, এক বছরে অনেক কঠিন সময় পেরিয়েছেন ঋতাভরী। নিজের শারিরীক অসুস্থতা থেকে শুরু করে করোনা পরিস্থিতি, মানসিকভাবে ভেঙে পড়েননি কখনোই। বরং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে ভালো রাখতে। কোভিড পরিস্থিতিতে গৃহবন্দি সাধারণ মানুষ যাতে মনের কথা বলে হাল্কা হতে পারে সেজন্য চালু করেছেন হেল্পলাইন। বিভিন্নভাবে চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার। করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। ক্লাস চলার মধ্যেই অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখান থেকেও ক্লাস চালিয়ে গিয়েছেন তিনি। ঋতাভরী লিখছেন, 'শারিরীক কষ্ট নিয়েও আমি আমার পরের ক্লাসের জন্য অপেক্ষা করতাম। আজ পুরস্কার পেয়ে মনে হচ্ছে পড়াশোনার ওপর আমার সেই ভালোবাসাটাই জিতেছে।'