কলকাতা: সেদিন সকাল থেকেই সাজো সাজো রব বর্ধমান রাজবাড়িতে। হলুদ ফুলে সাজানো রাজবাড়ির বারন্দায় হলুদে মাখামাখি হলেন নববধূ। নিয়মমাফিক আচার মেনে গায়ে হলুদ, আর তারপরে সেই স্বপ্নের সাজে সেজে ওঠা। সম্বিত চট্টোপাধ্যায়ের (Sambit Patra) সঙ্গে লাল বেনারসি সাজে সাত পাকে বাঁধা পড়লেন চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)। আর সেই বিয়েতে দিদির সঙ্গে সঙ্গে রইলেন যিনি, তিনি ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
চিত্রাঙ্গদা আর সম্বিতের বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক, এই কথা আগেই জানিয়েছিল এবিপি লাইভ। সেই মতোই বছর শেষের বাঙালি এই বিয়ে হল মহিলা পুরোহিতের হাত ধরে। হল না কন্যাদান। বর বধূ সিঁদুর পরিয়ে দিলেন একে অপরকে। এ যেন ঠিক ঋতাভরীর ছবিরই পুনরাবৃত্তি। এই বার্তাই তো দিয়েছিল ঋতাভরী অভিনীত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' (Bramha Janen Gopon Kommoti)। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত উইন্ডোজের প্রযোজিত এই ছবি বড়পর্দায় তুলে ধরেছিল মহিলা পুরোহিতের গল্প। নন্দিনী ভৌমিকের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋতাভরী।
আর দিদির বিয়েতে সিঁদুরদানর ছবি শেয়ার করে নিতে গিয়ে ঋতাভরীর মনে পড়ল তাঁর চরিত্রকেই। দিদির বিয়ের সিঁদুরদানের ছবির সঙ্গে সঙ্গে তিনি শেয়ার করে নিলেন নিজের পর্দার চরিত্রের ছবিও। নিজের সোশ্যাল মিডিয়ায় দিদির সিঁদুরদানের ছবি শেয়ার করে ঋাতভরী লিখেছেন, 'অসাম্যটুকু মুছে শুধু সাম্যটুকু গড়তে চেয়েছি নিজেদের ছবি দিয়ে। নিজেদের জীবনে। আমার দিদির বিয়ে। ২০২২ সালের সবচেয়ে প্রিয় মুহূর্ত।' ছবিতে দেখা যাচ্ছে, সম্বিতকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন চিত্রাঙ্গদা আর দিদির কাঁধে হাত রেখে বসে রয়েছেন ঋতাভরী, তাঁর মুখে যেন তৃপ্তির হাসি।
গত ২৪ তারিখ সাত পাকে বাঁধা পড়েছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ২০২১ সালেই। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায় সেই বিয়ে। অবশেষে বাইশের শেষে সাত পাকে বাঁধা পড়লেন সম্বিত চিত্রাঙ্গদা। এদিন দুই তারকার বিয়েতে হাজির ছিলেন সুর ও সিনেমার জগতের অনেক তারকারা। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী। সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে সম্বিত। চিত্রাঙ্গদা অভিনেত্রী। বিবাহ বাসরে উপস্থিত ছিলেন রূপম ইসলাম, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, শুভমিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সঙ্গীতশিল্পী। ছিলেন পার্নো মিত্র, অরিত্র মুখোপাধ্যায়ের মত চলচ্চিত্র জগতের মানুষেরাও।