কলকাতা: ফের নতুন চরিত্র, নতুন গল্প, নতুন জুটি। একা বাবা-মায়েদের জীবনের সহজ-কঠিন সমীকরণের গল্প বলতে জুটি বাঁধছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও জিতু কমল (Jeetu Kamal)। অংশুমান প্রত্যুষের (Angshuman Pratyush)-এর নতুন ছবি আপনজন (Apanjan)-এ দেখা যাবে টলিপাড়ার নতুন এই জুটিকে।
ছবিতে ঋতাভরীর চরিত্রের নাম রূপা (Rupa)। একজন সিঙ্গল মাদার অর্থাৎ একা মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্পূর্ণ একা তিনি বড় করছেন তাঁর সন্তানকে। অন্যদিকে জিতুকেও দেখা যাবে একজন সিঙ্গল ফাদার অর্থাৎ একা বাবার চরিত্রে। তাঁর চরিত্রের নাম পার্থিব। ঘটনাচক্রে দেখা যায় রূপা ও পার্থিবর। বাড়ে যোগাযোগ, আলাপ... তারপরে ভাল লাগা। কিন্তু বাবা-মায়ের এই সম্পর্ককে কোন চোখে দেখতে সন্তানেরা? আদৌ মেনে নেবে তো? শিশুদের ভবিষ্যৎ ভাবনাই হয়ে দাঁড়ায় রূপা ও পার্থিবের সম্পর্কের পিছুটান।
এই ছবিতে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে পায়েল সরকারকে। দুজন শিশুশিল্পীর ভূমিকায় দেখা যাবে বিলাস ও উদিতাকে। 'এসকে মুভিজ' এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা। চলতি মাসেই শ্যুটিং শুরু হওয়ার কথা এই ছবির।
প্রসঙ্গত, সামনেই মুক্তি পাচ্ছে ঋতাভরীর নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)। এই ছবির জন্য অনেকটাই ওজন বাড়িয়েছিলেন ঋতাভরী। আর এই ছবিতে সম্পূর্ণ নতুন লুকে দেখা যাবে নায়িকাকে। জিতুর লুকেও থাকছে চমক। 'আপনজন' ছবির এক্সক্লুসিভ ফার্স্ট লুক সবার আগে প্রকাশ্যে নিয়ে এল এবিপি লাইভ (ABP Live)।
এই ছবি সম্পর্কে পরিচালক অংশুমান প্রত্যুষ বলছেন, 'অনেকদিন ধরেই এই ছবিটা নিয়ে কথা চলছিল ঋতাভরী ও জিতুর সঙ্গে। ছবিটি নিয়ে প্রচুর আলোচনা করার পরে অবশেষে শ্যুটিং ফ্লোরে যাচ্ছে আপনজন। ছবির শ্যুটিং হবে মূলত লন্ডনে। এছাড়া কলকাতাতেও কিছু অংশের শ্যুটিং হবে। সম্পূর্ণ অন্যধাঁচের ছবি এটি। আশা করি দর্শকদের ভাল লাগবে।'
ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন চিত্রনাট্যের একটি ছবি। সেখানে তাঁর উদ্দেশে একটি নোট লিখে দিয়েছেন পরিচালক। সেখানে তিনি লিখেছেন, 'তুমি জানো, দীর্ঘদিন ধরে আমি তোমার সঙ্গে কাজ করার অপেক্ষায় ছিলাম। একজন দুর্দান্ত প্রতিভা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি একজন ভীষণ ভাল মানুষ। অবশেষে এই কাজটা শুরু হচ্ছে। আর এর থেকে ভালভাবে কাজটা হওয়া সম্ভবই ছিল না। 'আপনজন'-এর হৃদয় ও আত্মা, রূপা হওয়ার জন্য অনেক ধন্যবাদ।'
আরও পড়ুন: KKR vs DC IPL 2023: হলুদ শাড়িতে কলকাতা-দিল্লির দ্বৈরথ দেখতে মাঠে হাজির সোনম, রইলেন অ্যাপেলের সিইও