কলকাতা: ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-র 'জওয়ান'-যোগ! নাহ কেবল শাহরুখ অনুরাগী হিসেবে নয়, বক্সঅফিসে কার্যত ছক্কা হাঁকাচ্ছে যে ছবি, সেই 'জওয়ান'-এর সংলাপের একাংশ নাকি লিখেছেন ঋতাভরী! বিষয়টা ঠিক কী? বিষয়টা নিজেই খোলসা করলেন বঙ্গকন্যা।


সোশ্যাল মিডিয়ায় আজ ঋতাভরী শেয়ার করে নিয়েছেন 'জওয়ান'-এর নতুন ঝলক। সেটি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'অনেক মাথা খাটিয়ে, ভাবনাচিন্তা করে এই সংলাপ লেখা। তাও আবার কার জন্য? আর কেউ নন, তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। আমার ভাল-মন্দ সবকিছুর যে সঙ্গী, আমার বন্ধু সুমিত অরোরা, ওর সঙ্গে মিলে এই কাজটা করেছিলাম। সুমিত 'জওয়ান' ছবিটির সংলাপ লিখেছে এবং বলা বাহুল্য, দুর্দান্ত সাফল্য পেয়েছে। আমি দেখেছি, সুমিত কীভাবে নিজের প্রাণ ঢেলে, খাটনি করে নায়কের জন্য সংলাপ লিখেছে দিনের পর দিন। ২ বছর ধরে ও এই প্রোজেক্টটার জন্য খেটেছে। আমি ওকে শাহরুখ স্যারের ফ্যামিলি ম্যান হয়ে উঠতে দেখেছি। তোমার জন্য আমার ভীষণ গর্ব হয় সুমিত। ছবির সংলাপে একটা কবিতার প্রয়োজন ছিল। আমি আর সুমিত সেটা নিয়েই কাজ করছিলাম। সুমিত তার আগেই আমায় একটা বিবরণ দিয়েছিল যে কী কী লাগবে। ১ ঘণ্টার মধ্যেই ছন্দ মিলিয়ে একটা কবিতা বানিয়ে ফেললাম। তারপরে কিং খান যখন সেটা ওঁর গলায় ফোনে আমাদের শোনালেন..... আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল সেটা। সুমিত, অনেক অনেক ধন্যবাদ আমায় জওয়ান ঝড়ে সামিল করার জন্য। শেষমেষ, শাহরুখ মনে করেছেন, আমি সংলাপ লেখক হিসেবে নাকি সুমিতের থেকেও ভাল! ব্যাস... সবার বাবা বলে দিয়েছেন কিন্তু!'


 






সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর এই পোস্টে অভিনেত্রীকে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন সবাই। ঋতাভরী কেবল অভিনেতা নন, বিভিন্ন বিষয়ে তাঁর পারদর্শীতা রয়েছে। সদ্যই অভিনেত্রীর একটি নতুন গান মুক্তি পেয়েছে। এর আগেও একাধিক গান মুক্তি পেয়েছিল ও জনপ্রিয় হয়েছিল ঋতাভরীর গলায়।


যে ঝলক ঋতাভরী শেয়ার করে নিয়েছেন, সেখানেও রয়েছে 'ম্যায় তুমহারা বাপ হু' সংলাপটি। জওয়ান ছবির টিজারে এই প্রসঙ্গে সংলাপ মনে করিয়েছিল আরিয়ান খানের প্রসঙ্গ। এই ঝলকেও রইল সেই কথাই। তবে এই ছবিতে যে শাহরুখের দ্বৈত চরিত্র রয়েছে ও তাই এই ধরণের সংলাপ, তা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন সব অনুরাগী। 


আরও পড়ুন: Shah Rukh Khan: 'চেন্নাই এক্সপ্রেস' থেকে 'জওয়ান', ১০ বছরে কতটা বদলেছেন ব্যক্তি শাহরুখ? অভিজ্ঞতা শোনালেন প্রিয়ামণি