নয়াদিল্লি: বলিউডের পাক শিল্পীদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমএনএস)। এই ধরনের হুমকি সম্পর্কে অসন্তোষ গোপন রাখলেন না বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ। তিনি বললেন, এ আর নতুন কথা কী! যা-ই ঘটনা ঘটুক না কেন, অভিনেতা-অভিনেত্রীরাই প্রথম লক্ষ্যবস্তু হয়ে ওঠেন।
৩৭ বছরের অভিনেতা বলেছেন, শিল্পীদের সফ্ট টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। শিল্পীদের এভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়।
উল্লেখ্য, শুধু দেশছাড়ার হুমকিই নয়, পাকিস্তানি সিনেমা ও টেলিভিশন অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন, এমন কোনও সিনেমার মুক্তিও আটকে দেওয়া হবে বলে এমএনএস জানিয়েছে। করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমা সহ পাক শিল্পী রয়েছেন, এমন কোনও সিনেমাকেই রেয়াত করা হবে না বলে জানিয়েছে রাজ ঠাকরের দল। উল্লেখ্য, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রয়েছেন ফাওয়াদ খান ও ‘রইস’-এ দেখা যাবে মাহিরা খানকে।
উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এরই প্রেক্ষাপটে এমএনএস পাক শিল্পীদের হুঁশিয়ারি দিয়েছে।
পাক শিল্পীদের এমএনএসের হুঁশিয়ারিতে ক্ষোভ রীতেশ দেশমুখের
ABP Ananda, web desk
Updated at:
25 Sep 2016 08:56 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -